মাথায় ধারাল অস্ত্রের কোপ, গুরুতর জখম নিহত আনিস খানের ভাই

0
115
Anis Khan

হাওড়া: কয়েকমাস আগে আমতার ছাত্র নেতা আনিস খানের (Anis Khan) মৃত্যু রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এবার দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হলেন নিহত ছাত্রনেতার খুড়তুতো ভাই সলমন খান।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে বাথরুমে যাওয়ার সময় আচমকাই আনিসের কাকার ছেলে সলমন খানের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বর্তমানে তিনি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি।

- Advertisement -

আরও পড়ুন: Weather update: নিম্নচাপের জেরে আজ একাধিক জেলায় ভারী বৃষ্টি

সলমনের বাবা জালেম খানের তরফে জানা গিয়েছে, এর আগেও তাঁর ছেলের উপর হামলা চালানো হয়েছে। আমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরও একই ঘটনা বারবার ঘটছে। তাঁর অভিযোগ, গ্রামে পুলিশ পিকেটিং থাকার পরও কিভাবে হামলা হতে পারে।‌ পাশাপাশি, গতকালের এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেই দাবি জালেম খানের।

আরও পড়ুন: আবগারি নীতি নিয়ে সংঘাত, তিন সপ্তাহ পর মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর

গত ফেব্রুয়ারি মাসে হাওড়ার বাসিন্দা এসএফআই নেতা আনিস খানের (Anis Khan) বাড়িতে কয়েকজন পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জোর করে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। এরপরই নিজের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিসের। ছাত্রনেতার পরিবারের অভিযোগ, পুলিশের পোশাকে দুষ্কৃতীরা এসে আনিসকে খুন করেছে। এই ঘটনার পর তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বিরোধী দলগুলি কড়া ভাষায় আক্রমণ করেছে শাসক দলকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন করা হলেও আনিসের পরিবার শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি করে এসেছে। কলকাতা হাইকোর্টে এ নিয়ে মামলা করা হলে বিচারপতি সিটের তদন্তেই আস্থা দেখিয়েছে। তদন্তের স্বার্থে নিহত আনিস খানের মৃত দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়।