Love Story: জন্মদিনে স্ত্রীকে ‘চাঁদের জমি’ তুলে দিলেন প্রেমিক যুবক, নিন্দুকেরা বলছেন আয়কর হানার কথা

0
258

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: ভালবাসার মানুষকে বড়াই করে বলা হয়, তোর জন্য আমি চাঁদও এনে দিতে পারি৷ স্রেফ সেই কথার কথাকেই এবার বাস্তবে রূপ দিলেন মফঃস্বলের এক যুবক৷ জন্মদিনে স্ত্রীয়ের হাতে তুলে দিলেন চাঁদের জমি!

আরও পড়ুনঃ School Reopen: কবে থেকে খুলবে সম্পূর্ণ স্কুল, জানালেন শিক্ষা মন্ত্রী

- Advertisement -

বিশ্বের নানা দেশের মানুষ চাঁদে জমি কিনছেন। এবার চির আরাধ্য চাঁদে জমি কেনার তালিকায় যুক্ত হলেন সিমলাপালের কাহারান গ্রামের এক বাসিন্দা। স্ত্রী রমিলা সেনের নামে চাঁদে জমি তিনি কিনেছেন তিনি। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী শুভজিৎ ঘোষের দাবি, মার্কিন সংস্থা লুনার অ্যাম্বাসির কাছ থেকে এই জমি তিনি কিনেছেন। যার শংসাপত্র ইতিমধ্যে তাঁর হাতে এসে পৌঁছেছে। স্ত্রী-র জন্মদিনে অভিনব কিছু উপহার দেওয়ার ভাবনা থেকেই এমন কাজ তিনি করেছেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুনঃ Alcohol: দাম কমছে মদের, সুরা প্রেমীরা খুশি হলেও অসন্তুষ্ট সাধারণ মানুষ

চাঁদকে নিয়ে মানব সমাজের আবেগের শেষ নেই। অনেকে বিষয়টিকে মজা হিসেবেই দেখেন আবার অনেকে ভাবেন এ চাপাবাজি ছাড়া আর কি! চাঁদে মানুষের পা পড়েছে এটা হয়তো সত্যি। তাই বলে সেখানে জমি কিনে বসবাস, চাষবাস করবে মানুষ! কালে কালে সকল কল্পনাকে জয় করেই তো মানুষ সভ্যতার পর সভ্যতা তৈরি করেছে। সেই মানুষ একদিন চাঁদেও যে রাজত্ব করবে না সেটা একেবারেই হেসে উড়িয়ে দেওয়া যায় না।

মা-ঠাকুমাদের রূপকথার চাঁদে ছিল চরকা কাটা বুড়ি। কোনো গল্পে চাঁদের জন্ম-মৃত্যু হতো প্রতি মাসে। নতুন চাঁদ মানে জন্ম। আর পূর্ণিমা থেকে অমাবস্যার দিকে যেতে থাকা মানে চাঁদের মৃত্যু। এগুলো ছিল নিছকই কল্পনা। এর মধ্যেই আবার বিশিষ্ট কল্পবিজ্ঞান লেখক জুলভার্ন তাঁর ‘ফ্রম দ্য আর্থ টু দ্য মুন’ বইয়ে অভিযাত্রীদের চাঁদের কক্ষপথে নিয়ে যাওয়ার গল্প আমাদের শুনিয়েছেন। ঠিক তার ১০৪ বছর পর সত্যি সত্যিই একদিন মানুষ চাঁদে পা রাখেন। হাজারো কল্পনার চাঁদ ধরা দেয় বিজ্ঞানের প্রচেষ্টা আর মানুষের সাহসিকতার কাছে। এবার যেন মানুষ আরও সাহসী হয়ে ওঠে।