মমতা কি সত্যিই চোরেদের রানি, যা বললেন অখিল গিরি

0
24

মিলন পণ্ডা, দিঘা: ৩ এপ্রিল দিঘা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর এই সফরকে ‘সফল’ করতে ইতিমধ্যেই লক্ষ্মীবারে খুঁটি পুজোর আয়োজন করেছিল তৃণমূল৷ আর সেই খুঁটি পুজোকে ঘিরেই নতুন করে রাজনৈতিক উত্তেজনা চড়ছে দিঘার পাড়ে৷ বিরোধীদের অভিযোগ, জেলার উন্নয়নের স্বার্থে নয়, সামনে পঞ্চায়েত নির্বাচন৷ তাই দিঘার এই সফরে ‘সন্ত্রাসে’র পাঠ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাল্টা কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে শাসক শিবির থেকেও৷

বস্তুত, মুখ্যমন্ত্রীর সফর এবং খুঁটি পুজোকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চোরেদের রানি’ বলে বৃহস্পতিবার ফের কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ জবাবে এবার প্রধানমন্ত্রীকে ডাকতদের ‘সর্দার’ বলে সম্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের নেতা তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি৷ অখিল বলেন, ‘‘যেকোনও শুভ অনুষ্ঠানের আগে খুঁটি পুজো করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোরদের রানি হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাকাত দলের সর্দার!’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোমা বন্দুকের রাজনীতি বিশ্বাস করেন না। যারা এই ধরণের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে উনি তাঁদের কড়া হাতে দমন করেন৷’’

- Advertisement -

পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। কাঁথি সংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি অসীম মিশ্র বলেন, “চোরেদের রানি দিঘায় আসছেন। এদের খুঁটি পুজো হয় কাটমানি ব্যবসাকে উৎসাহিত করার জন্য। কীভাবে নতুন করে কাটমানি ব্যবসাকে বাড়ানো যায়, তার জন্যই জেলার চোরেদের সঙ্গে কথা বলতে মুখ্যমন্ত্রী আসছেন! সঙ্গে দুয়ারে পঞ্চায়েত ভোট৷ তাই সন্ত্রাসের রাজনৈতিক পাঠও নিতে পারেন উনি (তৃণমূল নেত্রী)!’’ বস্তুত, পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে চূড়ান্ত তৎপরতা প্রশাসনের আধিকারিক থেকে তৃণমূল নেতৃত্বদের অন্দরে। তারই মাঝে খুঁটি পুজোকে ঘিরে কাটমানি ইস্যুতে নতুন করে রাজনৈতিক পারদ চড়ছে দিঘার পাড়ে!

আরও পড়ুন: তোলাবাজির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, CID তদন্তের নির্দেশ হাইকোর্টের