যানজট এড়াতে পথে নামলেন কাউন্সিলরা

0
293

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: রাস্তায় যানজট বা ফুটপাত দখল করে দোকান এই চিত্রটা রাজ্যের সর্বত্র দেখা যায়৷ এই পরিস্থিতিতে দুর্ভোদের শিকার হতে হয় পথচলতিদের৷ এবার কাঁথিতে এই পরিস্থিতির মোকাবিলা করতে পথে নামলেন পুরসভা দুই কাউন্সিলর৷

বুধবার সকাল থেকে যানজট মুক্ত করতে রাস্তায় নেমে পড়লেন কাঁথি পুরসভার দুই কাউন্সিলর দেবাশীষ পাহাড়ী ও অতনু গিরি৷ নিজেদের ব্যক্তিগত উদ্যোগে সমস্ত ট্রাফিক অফিসার নিয়ে রাস্তায় অভিযান চালান। রাস্তায় জবর দখল করে বসে থাকা সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করেন। দুই কাউন্সিলর এই উদ্যোগে খুশি পথচলতি শহর বাসিন্দারা।

- Advertisement -

কাঁথি পুরসভা এমনিতেই যানজট দীর্ঘদিনের সমস্যা। কাঁথি পোস্ট অফিস থেকে দারুয়া মহাকুমা হাসপাতাল পর্যন্ত যানজট কারণে বিরক্ত শহরবাসী। বুধবার সকালে কাঁথি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা কাঁথি আউটডোর মোড় থেকে মল্লিকা সিনেমাহল পর্যন্ত যানজট মুক্ত করতে রাস্তায় অভিযান চালান কাউন্সিলররা।

রাস্তার জবরদখল করে বসে থাকা সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করেন। অবিলম্বে তাদের দোকান রাস্তার উপর থেকে সরিয়ে নিতে হবে। তা না হলে আগামী দিনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন তাঁরা। কাঁথি শহরের বাসিন্দা তথা ব্যবসায়ী সঞ্জয় জানা বলেন, ‘‘পুরসভার যানজট মুক্ত হলে আমরা খুবই খুশি হব৷ কাউন্সিলর এই উদ্যোগকে স্বাগত জানাই৷ যানজটের কারণে আমাদের খুবই সমস্যায় পড়তে হয়৷’’

কাঁথি পুরসভার কাউন্সিলর দেবাশীষ পাহাড়ী বলেন, ‘‘কাঁথি শহরের যানজটে কারণে শহরবাসী একটা দুর্বিষহ হয়ে উঠেছিল। এটা আমাদের ধারাবাহিক কর্মসূচি৷ শহরের যানজট মুক্ত করতে সাধারণ মানুষ সুবিধার জন্যই এই উদ্যোগ৷ রাস্তা জবরদখল করে বসে থাকা ব্যবসায়ীদের সচেতন করেছি৷ তা না হলে পুরসভার পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷’’