ফের কি নামতে চলেছে পারদ নাকি ওষ্ঠাগত হবে প্রাণ, কেমন থাকবে দিনের আবহাওয়া

0
81
weather update

বিশ্বদীপ ব্যানার্জি: ফেব্রুয়ারির মাঝামাঝি-ই বিদায় নিয়েছে শীত। যা জানা যাচ্ছে, পাকাপাকিভাবে-ই বিদায় নিয়েছে। ফলে রোজ-ই একটু একটু করে চড়বে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।

আরও পড়ুন: শনিবারের বারবেলায় একাধিক রাশির ভাগ্য খুলতে চলেছে, জানুন আজকের রাশিফল

- Advertisement -

একই চিত্র দেখা যেতে চলেছে গোটা দক্ষিণবঙ্গে-ই। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশ। এদিকে সিজন চেঞ্জের কারণে ঘরে ঘরে দেখা দিচ্ছে জ্বর, সর্দিকাশি ইত্যাদি উপসর্গ। চিকিৎসকেরা এ সময় স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এদিকে তাপমাত্রার এমন হেরফের ফসল উৎপাদনেও বড় প্রভাব ফেলতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।