Yuvaan: প্রয়াত ‘দাদার ছবিতে আদর ইউভানের, ভাইরাল ভিডিও

0
217

পূর্বাশা দাস: শিশুরা ছোট থেকে ঠাকুমা-ঠাকুরমার আদরে, স্নেহে বড় হন তারা সত্যিই ভাগ্যবান।ঠাকুরদা-ঠাকুরমার স্নেহ আদর সবার কপালে জোটে না। দাদু নাতির মিষ্টি সম্পর্ক বড়ই মধুর। ঠাকুরদার আদর ভালোবাসা থেকে বঞ্চিত রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র সেলেব কিড ইউভান চক্রবর্তী।

আরও পড়ুন: Exclusive বান্ধবীর ‘ডেট’কে বিয়ে করেছিলেন মুনমুন সেন

- Advertisement -

২০২০ সালে যখন করোনা অতিমারি তার করাল ছোবলে সবাইকে কুপোকাৎ করে দিয়েছিল ঠিক সেই সময়েই করোনা আক্রান্ত হয়ে পরলোক গমন করেন পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। পিতৃহারা হওয়ার দিন কয়েক পরেই বাবা হন রাজ চক্রবর্তী। রাজ-শুভশ্রীর কোল আলো করে আসে ফুটফুটে ইউভান। স্বভাবতই ভাগ্যের নির্মম পরিহাসে ঠাকুরদা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীকে দেখেনি ইউভান। তার পৃথিবীতে আসার আগেই পৃথিবী ছাড়েন ইউভানের ‘দাদা’। বাবা হওয়ার আগেই বাবাকে হারান রাজ। রাজের কাছে এই ঘটনা বড়ই বেদনাদায়ক।

আরও পড়ুন: তিন ঘন্টার ফসিলস ঝড়ের সাক্ষী থাকল কলকাতা

সেই বেদনাদায়ক কাহিনীই ফুটে উঠেছে রাজের লেখনীতে। আজ নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন রাজ। সেখানে দেখা যাচ্ছে ঠাকুরদার রাজের বাবা প্রয়াত কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর একটি ছবি নিয়ে ইউভান বলছে ‘দাদা’ ‘দাদা’। পাশ থেকে শুভশ্রী এবং আরও একজন বলছে দাদাকে আদর করে দিতে। ছোট্ট ইউহান পরম যত্নে কৃষ্ণশঙ্কর চক্রবর্তী ছবিতে আদর করছে।

এই ভিডিও শেয়ার করে রাজ লিখেছেন, “একই বছরে আমি একজনকে হারিয়েছি এবং একজনকে পেয়েছি। আমার ছেলে আমার বাবাকে দেখেনি এবং আমার বাবাও তাঁর নাতির সঙ্গে দেখা করার সুযোগ পাননি। কিন্তু আমি জানি, তারা একে অপরকে মিস করছে।”

রাজের শেয়ার করা এই আবেগঘন ভিডিও নেটিজেনদের মন ভিজিয়ে দিয়েছে। ছোট্ট ইউভানকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে।