Bangladesh : বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার ঘটনায় প্রতিবাদ সিপিএম পলিটব্যুরোর

0
246
CPIM

খাস খবর ডেস্ক : বাংলাদেশে দুর্গাপুজোর সময় সাম্প্রদায়িক হিংসা ও সংঘর্ষের বিষয়ে সিপিএম পলিটব্যুরো গুরুতর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রকাশ করেছে।

আরও পড়ুন : By Election Shantipur : শান্তিপুরে ভোটের প্রচারে বিমান বসু 

- Advertisement -

বিবৃতিতে সিপিএম পলিটব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে,”বাংলাদেশ সরকার সাম্প্রদায়িক হিংসা রোধে বাহিনী মোতায়েন করেছে এবং আশ্বাস দিয়েছে যে এই ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশব্যাপী অভিযানে কমপক্ষে চারজন পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন।কয়েক শতাব্দী ধরেই নিজেদের ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে দুর্গাপূজাকে বাঙালি মানুষজন সম্প্রীতির উৎসব হিসাবে পালন করে এসেছেন। বাংলাদেশও বরাবর সেই ঐতিহ্যই পালন করে। সিপিএম পলিটব্যুরো প্রত্যাশা রাখছে সেই ঐতিহ্য বজায় থাকবে এবং আরও শক্তিশালী হবে।”

আরও পড়ুন : Maharashtra Politics : “আমিই উদ্ধবকে মুখ্যমন্ত্রী হতে বাধ্য করেছিলাম” ফড়নবিশের কটাক্ষের জবাবে বললেন শরদ পাওয়ার

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ধর্মীয়-মৌলবাদী কার্যক্রমের ক্রমবর্ধমান ঘটনা আমাদের মহাদেশীয় অঞ্চলে অনেক দেশের জন্যই এক সাধারণ উদ্বেগের বিষয়। বাংলাদেশ সরকারকে অবশ্যই শান্তি, স্বাভাবিকতা ও প্রশান্তি ফিরিয়ে আনার জন্য যাবতীয় প্রচেষ্টা জারি রাখতে হবে”। বাংলাদেশের দুর্গা মূর্তি ভাঙচুরের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সংগঠিত করছে বামেরা। ১৭ অক্টোবর রবিবার ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকেও বাংলার একাধিক জায়গায় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এই ঘটনা কোথাও আবার প্রমাণ করল পৃথিবীটা সমস্ত মানুষের, তাতে কোনও কাঁটাতার নেই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।