বিপন্ন হাতির স্টোরি করতে গিয়ে লকগেটে প্রাণ খোয়ালেন সাংবাদিক

0
78

খাস খবর ডেস্ক: প্রবল জলস্রোত৷ সেই জলস্রোতেই ভেসে আসছিল একটি পূর্ণবয়স্ক হাতি৷ লকগেটে আটকে গেল বিশালাকায় প্রাণীটি৷ ঢেউয়ের সঙ্গে লড়ার চেষ্টা৷ কিন্তু কিছুতেই ঢেউকে আয়ত্তে করতে পারছিল না দলমার দামাল৷

আরও পড়ুন: প্রতি মুহূর্তে মরণফাঁদ, রাজপথে হাঁটাচলা করাও দায়: সুকান্ত

- Advertisement -

দামালের সেই EXCLUSIVE ভিডিও স্টোরি করতে গিয়ে প্রাণ খোয়ালেন এক অভিজ্ঞ সাংবাদিক৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সঙ্গী চিত্র সাংবাদিকও৷ শুক্রবার ওডিশার কটকের মুন্ডালি ব্যারেজের ঘটনা৷ নিহত সাংবাদিকের নাম অরিন্দম দাস৷ তিনি ওডিশা টেলিভিশন লিমিটেডের (ওটিভি) চিফ রিপোর্টার৷ ক্যামেরাম্যান প্রভাত সিনহার অবস্থা আশঙ্কাজনক৷

কি করে ঘটল এই অঘটন? জানা গিয়েছে, ওডিশা মহানদীর লকগেটে আটকে গিয়েছিল হাতিটি৷ জলে হাতির খাবি খাওয়ার সেই দৃশ্যকে ক্যামেরাবন্দী করে লাইভ রিপোর্টিং করতে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন অরিন্দম৷ সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে: স্পিডবোটে চড়ে তাঁরা পৌঁছেও গিয়েছিলেন হাতিটির কাছে৷ চলছিল শুটিং৷ পিটিসি দিচ্ছিলেন অরিন্দম৷ লাইভ রিপোর্টিংয়ে মত্ত সাংবাদিক-চিত্র সাংবাদিক খেয়ালই করেননি জলের স্রোতে তাঁরা এক্কেবারে মৃত্যুর চৌকাঠে পৌঁছে গিয়েছেন৷

ততক্ষণে আর কোনও উপায় নেই৷ ওদিকে লকগেটের জলের ফাঁসে নাস্তানাবুদ হাতি৷ এদিকে উথালপাতাল হাল স্পিডবোটের৷ মিনিট খানেকের চেষ্টা৷ তারপরে স্পিডবোটও উল্টে গেল৷ নিমেষে জলের তোড়ে সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং সঙ্গীরা ভেসে গেলেন৷ খবর পেয়ে দ্রুত মহানদীতে নামে উদ্ধারকারী দল৷ উদ্ধারও করা হয় সাংবাদিক ও চিত্র সাংবাদিককে৷

সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরিন্দম৷ তাঁর সঙ্গী ক্যামেরাম্যান আপাতত আইসিসিইউয়ের শয্যায়, দোরগড়ায় মৃত্যু৷ চিকিৎসকরা বলছেন-২৪ ঘণ্টা না কাটলে কিছুই বলা যাবে না৷ কেন এতটা ঝুঁকি নিলেন অরিন্দম উঠছে সেই প্রশ্নও৷ একই সঙ্গে শোকের আবহ সমগ্র ওডিশা জুড়ে৷