জমা জলের কবলে পড়ল বাস, ট্যাক্সি, বরাতজোরে রক্ষা পেল যাত্রীরা

0
28

হাওড়া: রবিবার থেকে নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন শহর তথা শহরতলির বিস্তীর্ণ এলাকা। জমা জলের কারণে রাস্তা ঠিক করতে না পেরে নর্দমায় নেমে যায় বাসের চাকা। রাস্তার ধারে কাত হয়ে যায় যাত্রীবাহী বাস। বরাতজোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন মিনি বাসের যাত্রীরা। ঘটনাটি ঘটেছে হাওড়া লিলুয়া থানার বামুনগাছি রেল কোয়ার্টারে কাছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে ভট্টনগর ধর্মতলা রুটের ওই মিনিবাস বামুনগাছি রেল কোয়ার্টারে কাছে যাবার সময় এই ঘটনাটি ঘটে। শুধু তাই নয়, রাস্তার জমা জলে কিছুটা দূরেই হাওড়া জেলা হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু নিয়ে বাড়ি ফেরার পথে রোগীর ট্যাক্সিও গর্তে আটকে যায়। আটকে যাওয়া ট্যাক্সির চাকা সরাতে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারা।

- Advertisement -

আরও পড়ুন: বিজেপি করায় চক্রান্ত করে ফাঁসানো হল প্রভাবশালী নেত্রীর ছেলেকে, তদন্তে পুলিশ

জমা জলে ড্রেনে আটকে যায় বাস ও ট্যাক্সির চাকা। অল্পের জন্য রক্ষা পেয়ে যায় যাত্রীরা। নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণেই বিপাকে পড়েছে স্থানীয়রা। জমা জল অপসারণের জন্য তৎপর হয়েছে প্রশাসন।