তৈলাক্ত ত্বকের সমস্যায় নাজেহাল, মুক্তি মিলবে এই ঘরোয়া ফেসমাস্কে…

0
29

খাস ডেস্ক: শীত, বৃষ্টি কাটিয়ে এবার গরমের পালা। আর যত দিন যাচ্ছে গরম ততই বাড়ছে। এখনই এত গরম পড়েছে যে মানুষ সকালের দিকে বেড়াতেই ভয় পাচ্ছে। আর করোনার দাপটের জেরে সারাক্ষণ মুখে মাস্ক পরে থাকতে রয়েছে। যার জন্য গরমে ঘাম জমে বিশ্রী অবস্থা হচ্ছে মুখচোখের।

এই অবস্থা দিনের পর দিন চলতে থাকলে মুখে ব্রণ, ফুসকুড়ি, র‍্যাশের আশঙ্কা বেড়ে যায়। সেই কারণেই খুবই প্রয়োজন ত্বকের শীতলতা বজায় রাখা। কিন্তু সারা দিনের ব্যস্ততার মধ্যেও কি ভাবে নিজের ত্বকের খেয়াল রাখবেন? তাছাড়াও ত্বক তৈলাক্ত হয় তাহলে তো আরও বেশি সমস্যা। তবে আর চিন্তার কারণ নেই, তৈলাক্ত ত্বকে ‘ম্যাজিক’এর মতো কাজ করবে এই ঘরোয়া ফেসমাস্ক।

- Advertisement -

আরও পড়ুন-মেট্রো স্টেশনে খুলছে চায়ের দোকান

কীভাবে বাড়িতে তৈরি করবেন এই ফেসমাস্ক চিয়া সিড দিয়ে… এর জন্য, ১ চামচ চিয়া সিড নিন, ২ চামচ নারকেলের তেল, ১ চামচ লেবুর রস লাগবে। এই তিনটি জিনিস মিশিয়ে নিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর জেল তৈরি হলে, তা মুখে লাগিয়ে নিন। আধ ঘণ্টা পরে এটি মুখে শুকিয়ে গেলে জল দিয়ে পরিষ্কার করে নিন।

তবে খেয়াল রাখতে হবে যে, অনেকেই চিয়া সিড জলে ভিজিয়ে তৈরি করে নেন ফেস মাস্ক। তবে এভাবে চিয়া সিড লাগালে ত্বকের ক্ষতি হতে পারে। এরফলে ত্বকে ব়্যাশের সমস্যা হতে পারে। ফলে বলা হচ্ছে, চিয়া সিডের ফেসমাস্ক ত্বকে বেশি সময় পর্যন্ত যেন না লাগানো হয়।