গরমে ত্বকের জেল্লা বজায় রাখতে চান, ব্যবহার করুন ডিমের খোসা

0
40

খাস ডেস্ক: শীত, বৃষ্টি কাটিয়ে এবার গরমের পালা। আর যত দিন যাচ্ছে গরম ততই বাড়ছে। এখনই এত গরম পড়েছে যে মানুষ সকালের দিকে বেড়াতেই ভয় পাচ্ছে। আর করোনার দাপটের জেরে সারাক্ষণ মুখে মাস্ক পরে থাকতে রয়েছে। যার জন্য গরমে ঘাম জমে বিশ্রী অবস্থা হচ্ছে মুখচোখের।

এই অবস্থা দিনের পর দিন চলতে থাকলে মুখে ব্রণ, ফুসকুড়ি, র‍্যাশের আশঙ্কা বেড়ে যায়। সেই কারণেই খুবই প্রয়োজন ত্বকের সতেজতা ও টানটান ভাব বজায় রাখা। কিন্তু সারা দিনের ব্যস্ততার মধ্যেও কি ভাবে বজায় থাকবে এই সতেজ ও টানটান ভাব?

- Advertisement -

আরও পড়ুন-দুপুরের বেশি খেয়ে ফেলেছেন, এই ঘরোয়া উপায় গুলির মধ্যেই মিলবে মুক্তি

এবার গরমে ত্বককে রাখুন সতেজ ও টানটান রাখতে ব্যবহার করুন ডিমের খোসা। স্বাস্থ্যের জন্য ডিম যতটা উপকারী হোক না কেন ডিমের খোসা ত্বকের সৌন্দর্য বাড়াতে যথেষ্ট কার্যকর। তাহলে কি ভাবছেন কিভাবে ব্যবহার করবেন ডিমের খোসা? চলুন জেনে নি…

প্রথমে ডিমের খোসা ব্যবহার করার আগে সেটিকে ভালো করে শুকিয়ে তারপর পিসে গুড়ো করে নিন। এরপর এটির সঙ্গে লেবুর রস বা ভিনেগার মিশিয়ে একটা প্যাক তৈরি করে মুখে লাগান। এর ফলে শুধুই আপনার ত্বক পরিষ্কার হবে না পাশাপাশি আপনার ত্বকে কোন ধরনের ইনফেকশন হতে দেবে না। এছাড়াও আপনি ডিমের খোসার গুড়া সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন। এর ফলে আপনার ত্বকের পুরনো জেল্লা ফিরে আসবে খুব সহজে।