আগামী দুদিন তাপমাত্রার আগুনে পুড়বে দক্ষিণবঙ্গ

0
250

কলকাতা: ফেব্রুয়ারির শেষ থেকেই ঠাণ্ডা প্রায় গুড বাই বলে দিয়েছে৷ মার্চের শুরুতেই গরমের দাপটটা বেড়ে গিয়েছে৷ বসন্তের শুরুতেই দক্ষিণবঙ্গে গরম অনুভূত শুরু করেছে৷ আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, কলকাতায় গত শনি ও রবিবার যে তাপমাত্রা ছিল সেটা গত পাঁচ বছরের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে৷ মঙ্গলবার সকালও ছিল কুয়াশাচ্ছন্ন। সল্টলেক, নিউটাউন এবং কলকাতা বিমানবন্দর আশেপাশের এলাকাগুলি ছিল একেবারে কুয়াশায় ঘেরা। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।

- Advertisement -

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে৷ সকালে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ যেন আগুন ছোঁয়া দিচ্ছে৷ আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। তবে আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর দু থেকে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে৷

অন্যদিকে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ কোচবিহারে। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ২৪ শতাংশ। রবিবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।