মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিরোধীদের, জেল থেকে ফিরেই বিস্ফোরক নওশাদ

0
84
Naushad Siddiqui

কলকাতা: টানা ৪১ দিনের হাজতবাস শেষে জামিনে মুক্তি পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি(Naushad Siddiqui)। শনিবারই জেল থেকে বেরিয়ে নিজের বাড়ির পথে রওনা দেন আই এস এফ নেতা নওশাদ। জেলের ভাত খেয়েও যে তিনি ঠিকই আছেন তা হাসিমুখে সংবাদমাধ্যমকে নিজেই জানালেন তিনি। জেলের অন্দরের চিত্রটাও তাঁর নিজের চোখে দেখে ফেলেছেন তিনি। এবার সেই সমস্ত নিয়েই প্রকাশ্যে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিদ্দিকি।

আরও পড়ুন মোদী-শাহ-নাড্ডার উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ

- Advertisement -

নওশাদ(Naushad Siddiqui) জানিয়েছেন, একাধিক মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিরোধী দোল করলেই। এই মর্মে তিনি জানিয়েছেন, ‘জেলে গেলে বোঝা যাবে কিভাবে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। বিরোধী দোল করার জন্য ৬ বছরের অস্বাভাবিক মৃত্যুর মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।’ এমনকি পকসো কেসও এমনভাবে দেওয়া হচ্ছে যা গাঁজার কেসকেও ছাপিয়ে যাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ‘আমি জিজ্ঞাসা করতাম বন্দিদের। তখন কেউ-কেউ বলতেন আমি এই দোল করি। বিরোধী কন্ঠরোধ করতে যে মামলা দীর্ঘদিন চলবে সেই মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে’।

আরও পড়ুন কাকতালীয়: হরমনপ্রীত ও সৌরভের দলের অদ্ভুত মিল

জেলের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে তিনি(Naushad Siddiqui) বলেন, ‘আমার যখন শারীরিক পরীক্ষা করতে নিয়ে যাওয়া হত তখন পুলিশের সংখ্যা দেখলে চমকে যাবেন। যেন কোনও সন্ত্রাসবাদী। আরে পালাবার ছেলে নাকি আমরা? প্রয়োজনে ফাঁসির মঞ্চে উঠব। আসলে এরা ভয় সৃষ্টি করে এটা বোঝাতে চাইছে যে একজন আইনজীবী-বিধায়কের সঙ্গে এমন হয় তোমাদের কর্মীদের সঙ্গে কী হবে। আমাদের আইনের প্রতি ভরসা আছে। দিনের শেষে আমরা আইনের মাধ্যমে ছাড়া পেয়েছি।’ পাশাপাশি নওশাদ সিদ্দিকি আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতারির সমালোচনাও করেন। তিনি বলেন, ‘একজন আইনজীবীকে যেভাবে গ্রেফতার করছে তা মেনে নেওয়া যায় না। উনি কি পালাবার ছেলে? আমি কি পালিয়ে যাব?’

আরও পড়ুন হাওড়ায় অয়েল ট্যাঙ্কার পরিষ্কার করতে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু