বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে শীত, কাল থেকে বাড়বে তাপমাত্রা

0
259

কলকাতা: লেপ, কম্বল, গরম জামা-কাপড়, সোয়েটার-চাদর সব আলমারিতে তুলে দেওয়ার সময় এসে গিয়েছে৷ এবারের মতো বিদায় নিতে চলেছে শীত৷ আবার লম্বা সময়ের অপেক্ষা৷ তবে যাওয়ার আগে শীতপ্রেমীদের দুঃখ ভোলাতে শেষ কামড় দিচ্ছে ঠান্ডা৷

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক৷ গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৫৩ শতাংশ ও সর্বোচ্চ ৯৯ শতাংশ৷ তবে আজ সকাল থেকেই রয়েছে কুয়াশার দাপট৷ অনেক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটার নেমে যায়৷ গোটা শহর মুড়ে যায় কুয়াশার চাদরে৷

- Advertisement -

তবে আগামিকাল থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা৷ ফলে কমতে পারে শীতের আমেজ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় ৪-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে৷ তাপমাত্রা বাড়ার কারণ পশ্চিমী ঝঞ্ঝা৷ উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাবে৷ সকালে ও রাতে হালকা শীত শীত ভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হবে শীত৷