SSC Recruitment: আজই চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবে পর্ষদ

0
48
SSC Recruitment

খাস ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজই চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র (SSC Recruitment) তুলে দেবে পর্ষদ। গত সোমবারই ৫১ জনের নামের তালিকা প্রকাশ করে পর্ষদ। বুধবার বেলা ১১ টায় মধ্যশিক্ষা পর্ষদে ডেকে পাঠানো হয় চাকরিপ্রার্থীদের। যদিওবা ৬৫ জনের মধ্যে ১৪ জন চাকরি নিচ্ছেন না। কারণ, তাঁরা জানিয়েছে, ইতিমধ্যেই অন্য জায়গায় উঁচু পদে চাকরি করছেন।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, চলতি মাসের ৬ তারিখ এসএসসি দফতরে এসএসসি বঞ্চিত চাকরি প্রার্থীদের ৬৫ জনের কাউন্সেলিং হয়। সেই ৬৫ জনের মধ্যে আজ ৫১ জনের চাকরির নিয়োগ পত্র হাতে পাবে। সেই মত সকাল থেকেই চাকরিপ্রার্থীরা সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদে এসে উপস্থিত হয়। এগারোটার পর থেকে তাদের নিয়োগপত্র হাতে দেওয়া হবে। নিয়োগপত্র নিতে এসে চাকরিপ্রার্থীদের মধ্যে যেমন আনন্দ রয়েছে তেমনি বাকি যারা রয়েছে তাদের জন্য মন খারাপ রয়েছে।

আরও পড়ুন-Weather Update: বদল আসবে আবহাওয়াতে, সক্রান্তি থেকেই ফের বাড়বে কলকাতার তাপমাত্রা

উল্লেখ্য, প্রায় ৭০০ দিন চাকরিপ্রার্থীরা অবস্থান বিক্ষোভ করেন ধর্মতলায়। চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। সময় মতো নিয়োগ পেলে তাঁরাও এতদিনে স্কুলে পড়াতেন। তবে এত কিছুর পরেও নিয়োগপত্র পাওয়ার ঘোষণায় সকলেই খুব খুশি।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor