‘গদ্দার থেকে গদাধর হলেন, মুকুলের ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শমীক ভট্টাচার্যের

0
20

কলকাতা: দীর্ঘ জটিলতার পর পিএসসির চেয়ারম্যান থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। সোমবার ইমেইল মারফত ইস্তফা দিয়েছেন তিনি। মুকুলের এই পদত্যাগের পিছনে শরীর খারাপের কথাই বলা হচ্ছে। চিঠিতে ইস্তফার কারণ হিসাবে শারীরিক অসুস্থতার কথা বলা হলেও এটা এত সহজ বলে মনে করছে না রাজনৈতিক মহল। মুকুল রায়ের পদত্যাগ নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা শমীক ভট্টচার্য।

আরও পড়ুনঃগুয়াহাটির হোটেল রুম নিয়ে বিজেপিকে খোঁচা মহুয়া মৈত্রের 

- Advertisement -

তিনি বলেন, ‘সম্পূর্ণ অনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে বিধানসভার দীর্ঘকালীন পরম্পরাকে ভেঙে দিয়ে রাজনৈতিক শিষ্টাচারকে শিকেয় তুলে মুকুল রায়কে পিএসির চেয়রাম্যান করা হয়েছিল। এরাজ্যে গণতন্ত্র ব্যর্থ। এই সরকার বিরোধীদের পরিসরকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বিজেপির প্রতীকে জেতা বিধায়ক, গলায় উত্তরীয় পড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন। তৃণমূলের কাছে তিনি ছিলেন সবথেকে বড় গদ্দার, পরবর্তীতে দলের আশীর্বাদে তিনি হয়ে গেলেন গদাধর। এবারে তিনি পদত্যাগ করলেন বেলাশেষে।’

তিনি আরও বলেন, ‘মুকুল রায় কেন পদত্যাগ করলেন সেটা জানা নেই। এখনও তাঁর কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভবিষ্যতে ওই শূন্য পদে পিএসসির চেয়ারম্যান কে হবেন, কাকে নিয়োগ করা হবে, কাকে বানানো হবে সেটা দেখেই বোঝা যাবে কি কারণে মুকুল রায়কে এতদিন পর পদত্যাগ করানো হল।’

মুকুল রায়ের ইস্তফা প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘বিজেপি থেকে তৃণমূলে আসার পর পুরষ্কার হিসাবে পিএসির চেয়ারম্যান করা হয়েছিল। দল ভাঙিয়ে ব্যবহার করার খেলায় বিধানসভা যুক্ত হয়ে গিয়েছিল, যেটা অনৈতিক। সবাই জানল মুকুল রায় তৃণমূলে। কিন্তু স্পিকার জানেন না। আসলে স্পিকার অনৈতিক কাজকে প্রশয় দিচ্ছেন। মুকুল রেয়ায়ের পদ কেন খারিজ করা হল না? প্রশ্ন তুলেছেন তিনি।’