দুর্নীতির সঙ্গে তৃণমূল জড়িত, শমীকের নিশানায় রাজ্য সরকার

0
38

পলাশ নস্কর, কলকাতা: বুধবার বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের সরব হলেন রাজ্যের দুর্নীতি নিয়ে। এছাড়াও রাজ্য সরকার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে মন্তব্য করেন তিনি। এদিন তিনি বলেন, দুর্নীতি(Corruption) নিয়োগ কাণ্ডে কমিশন কার নির্দেশে হয়েছে তা সিবিআই খুঁজে বের করুক। এই পুরো দুর্নীতির সঙ্গে তৃণমূল জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

দুর্নীতি(Corruption) নিয়ে তিনি বলেন, ‘এ রাজ্যে ধারাবাহিকভাবে চলছে এই অপরাধ। অপার সম্পত্তি আমি দেখেছি, অপার লুঠ আমরা দেখেছি। এটার একটা শেষ প্রয়োজন। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পর্ষদকে সঙ্গে নিয়ে নিয়োগকে ত্বরান্বিত করতে হবে। সংখ্যাটা সাড়ে ৩ লক্ষ। এই সংখ্যাটা শুন্যপদ রয়েছে সেগুলো কবে পূর্ণ হবে’।

- Advertisement -

রাজ্যপালের সভায় নেই শুভেন্দু প্রসঙ্গে
প্রশ্নটা ক্ষোভের নয়, রাজনীতির নয়। বাংলায় সংবিধানের আস্থা রেখে রাজনৈতিক দলগুলি বিধানসভায় গিয়েছেন তাদের কোনও সম্মান এখানে নেই। বিরোধী দলনেতার আসন হওয়া উচিত মুখ্যমন্ত্রীর পাশে। রাজনৈতিক অস্পৃশ্যতা আছে তৃণমূলের। পলিটিক্যাল আনটাচিবিলিটি।

আরও পড়ুন ব্যপার কি, শোলে-ব্রহ্মাস্ত্রের গানে নাচলেন দিগ্বিজয় সিং সহ কংগ্রেস কর্মীরা

রাজ্যপালের কাছে অধীরের চিঠি এবং ডি এ নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে
মানুষের জনাদেশের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা হয় তাহলে সেইটার জন্য। পুলিশের মধ্যে কিছু অতিসক্রিয় পুলিশ আছে। যেখানে তৃণমূলের রিমোট কন্ট্রোলে চলছে পুলিশ। রাজ্য সরকারী কর্মচারীরা আরেক সরকারি কর্মচারীর উপরে ঘুষি চালাচ্ছে, লজ্জার।।

আরও পড়ুন চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ, মহিলাকে ঘরবন্দী করে রাখলেন বাসিন্দারা 

বান্দোয়ানে দুর্ঘটনা প্রসঙ্গে
আমরা শুনেছিলাম জঙ্গলমহল হাসছে।কোথায় হাসছে? বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি হন মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীরা Sskm হাসপাতালে এসেছিলেন। তিনি সেখানের হাসপাতালে আস্থা রাখতে পারেননি।

কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকার প্রসঙ্গে
কোথায় জোর করে পূনর্বাসন না দয়ে উচ্ছেদ হয়েছে? কেন্দ্রের কোনো প্রকল্পকে বাস্তবায়িত হতে দিচ্ছে মা এই সরকার। প্রত্যেকে উপযুক্ত প্যাকেজ পেয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্র।