Ratna Bhattacharya : ৪১ বছরের জীবন সঙ্গীকে হারালেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য

0
107

কলকাতা : পশ্চিমবঙ্গের প্রাক্তন পুরমন্ত্রী ও শিলিগুড়ি কর্পোরেশনের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি ফুস্ফুসের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। 

আরও পড়ুন : Alapan Bandyopadhyay: প্রাণনাশের হুমকি দেওয়া চিঠি এল মুখ্যমন্ত্রীর মমতার মুখ্য উপদেষ্টা আলাপনের কাছে

- Advertisement -

বুধবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন অশোক পত্নী। স্ত্রীর মৃত্যুর খবর নিজেই ফেসবুক পোস্ট করে জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তিনি ফেসবুকে এই শোক সংবাদ জানাতে গিয়ে লিখেছেন, “কিছুক্ষণ আগে চলে গেল আমার ৪১ বছরের জীবনের সঙ্গী, আমার লড়াই সংগ্রামের  সাথী, আমার অনুপ্রেরণা, আমার সাহস, আমার কাজ, আমার মানুষের পাশে থাকা আমার স্ত্রী রত্না ভট্টাচার্য। ও শুধু আমাদের পার্টির একজন সদস্য ছিল না, ছিল একজন লড়াকু , আমার সহধর্মিনী বলে বলছি না ও ছিল একজন প্রকৃত ভাল  মেয়ে, একজন উদার, নমনীয়, সবাইকে  ভালোবাসতে পারত। মন্ত্রী বা মেয়রের স্ত্রী হিসেবে ওর নিজের মধ্যে কোনও দিন কোনো রকম ঔদ্ধত্ত  ছিল না সেভাবে কোনও পরিচয় দিত না।”

আরও পড়ুন : Bangladesh: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার : আলোচনা হবে RSS এর কার্যনির্বাহী কমিটির বৈঠকে

রত্না ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করেছেন সিপিএম দার্জিলিং জেলা কমিটি এবং সিপিএমের রাজ্য স্তরের একাধিক শীর্ষ নেতা হাসপাতালে পৌঁছে গিয়েছেন। রত্না ভট্টাচার্য নিজেও সিপিএমের দলীয় সদস্য ছিলেন, তাই তাঁর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত পার্টির পক্ষ থেকে নেওয়া হলে জানিয়েছেন অশোক ভট্টাচার্য। আপাতত রত্না ভট্টাচার্যের দেহ শায়িত থাকবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালেই।