রেল-রাজ্য বৈঠকে এল লোকাল ট্রেন চালানোর সমাধানসূত্র

0
919

কলকাতা: লোকাল ট্রেন চালু নিয়ে বুধবার ফের বৈঠক হল নবান্নে৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে অফিস টাইমে আনুমানিক ২০০টি ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে রেল৷ হাওড়া ও শিয়ালদহ ডিভিশন মিলিয়ে ২০০টি ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে৷ আগামিকাল ফের বৈঠক হবে নবান্নে৷ তখন লোকাল ট্রেন চালুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷

হাওড়া এবং শিয়ালদহ শাখায় আগে প্রতিদিন গড়ে ৩০ লক্ষ যাত্রী যাতায়াত করতেন৷ শিয়ালদহের উত্তর ও দক্ষিণ শাখা মিলিয়ে ৯১৫টি এবং হাওড়ায় ৪০০টির মতো লোকাল ট্রেন চলত৷ তবে কোভিড পরিস্থিতিতে এত সংখ্যায় ট্রেন যে চলবে না তা বলাই বাহুল্য৷

- Advertisement -

প্রথমে জানা গিয়েছিল, শুরুর দিকে ১০ থেকে ১৫ শতাংশ ট্রেন চালানো হবে৷ ধীরে ধীরে সেই সংখ্যাটা ২৫ শতাংশ করা হবে৷ এর আগের দিন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ট্রেন চললে যাত্রী সংখ্যা অর্ধেক করা দেওয়া হবে৷ অর্থাৎ একটি ট্রেনে ১২০০ জন যাত্রী বসে যেতে পারেন৷ সেটা কমিয়ে ৬০০ করা হবে৷ ট্রেনে চাপার ক্ষেত্রে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হবে৷ এদিনের বৈঠকেও যাত্রী সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে৷

তবে সূত্রের দাবি, লোকাল ট্রেন চালু হলে অধিকাংশই গ্যালোপিং হতে চলেছে৷ কোন স্টেশনে যাত্রী চাপ বেশি সেই ভিত্তিতে স্টেশনগুলির গুরুত্ব নির্ধারণ করা হতে পারে৷ তারপরই লোকাল ট্রেনের সম্ভাব্য টাইম টেবিল তৈরি করা হবে৷