Post-Poll Violence: অভিযুক্তদের জালে আনতে মোটা টাকার টোপ ফেলল সিবিআই

0
85
cow smuggling case

কলকাতা: গত বিধানসভা নির্বাচনের পর উত্তপ্ত হয়েছিল গোটা রাজ্য। ভোট পরবর্তী হিংসা ঘিরে চরমে ওঠে শাসক-বিরোধী তরজা। এখনও পর্যন্ত একাধিক অভিযুক্ত পলাতক। এবার তাদের ধরতে নয়া কৌশল নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

গত ২ মে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন নারকেলডাঙায় খুন হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকার। খুনে অভিযুক্ত পাঁচজনকে ফেরার ঘোষণা করল সিবিআই। পাশাপাশি, পলাতকদের মাথাপিছু ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন: Centre on School Reopening: স্কুল খুলতে তৎপর কেন্দ্র, পরামর্শ মেনেই জারি হবে নির্দেশিকা

সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের খোঁজ বা তদন্তে সাহায্য করতে পারে এমন কোনও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে মোটা টাকা নগদ দেওয়া হবে। নিরাপত্তার খাতিরে তাঁর পরিচয় গোপন থাকবে। অভিজিৎ হত্যা মামলার তদন্তে তৎপর হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে তদন্তকারী দল।

গত বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনেই নিজের বাড়ির সামনেই খুন হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করা গেলেও গ্রেফতার করা হয়নি। অমিত দাস, অরূপ দাস, সঞ্জয় বারিক, অরুণ দে, গোপাল দাস, সৌরভ দে, অমিত দাস, রাহুল দে, সুখদেব পোদ্দার, টুম্পা দাস, পাপিয়া বারিক-এদের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে সিবিআই।

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার নেয় সিবিআই। একাধিক বার অভিযুক্তদের খোঁজে নোটিশ জারি করলেও খোঁজ পাওয়া যায়নি। তাই এবার অন্য রাস্তা বেছে নিল গোয়েন্দারা।