মা’কে বিদায় দেওয়ার পালা, বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা বার্তা মোদী-মমতার

রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে বাংলার সম্প্রীতির সুর অক্ষুণ্ণ থাকার ও সুস্থতা কামনা করে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীও।

0
166

কলকাতা: ছুটি শেষ! আবারও এক বছরের অপেক্ষা। আজ থেকেই শুরু হয়েছে দিন গোনা। মা তাঁর সন্তানদের নিয়ে মহাদেবের কাছে কৈলাসে ফিরে যাচ্ছেন। মন খারাপ নিয়েই সকলে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিজয়া দশমী উপলক্ষে দেশ ও রাজ্যবাসীকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়া দশমীর দিনেই সাতটি নতুন প্রতিরক্ষা সংস্থার উদ্বোধন করতে চলেছেন। তাঁর আগেই দেশবাসীকে বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। লিখেছেন, ‘বিজয়া দশমীর বিশেষ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা।’ দুর্গা পুজোর শুরুর সময়েও দেশের সকলকে শারদীয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন মোদী। শুভেচ্ছা জানিয়ে বাংলায় ট্যুইট করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

- Advertisement -

বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা পুজোরই। এক বছরের অপেক্ষা নিয়েই থাকে উৎসাহ উন্মাদনা। এবার মায়ের ফেরার পালা। তাই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে বাংলার সম্প্রীতির সুর অক্ষুণ্ণ থাকার ও সুস্থতা কামনা করে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীও। টুইট করে লিখেছেন, “মা গো তুমি আবার এসো আলোর খবর নিয়ে, শান্তি-সম্প্রীতি-ঐক্য বাঁচুক বাংলার হৃদয়ে। মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।”

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দশমীর শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে। শুধু তাই নয় আজই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে বলেও জানিয়েছেন টুইট করে। কথোপকথনের সময় মোদী তাঁকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন বলেও উল্লেখ করেছন। পাল্টা শুভেচ্ছা তিনিও জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। শুভেন্দু টুইটে লিখেছেন, “দশমী ও দশেরার শুভ উপলক্ষে টেলিফোনে আমাকে আশীর্বাদ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি-র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রথম শুভ বিজয় প্রণাম পৌঁছে দিতে পেরে ধন্য বোধ করছি। তাঁর উৎসাহ সবসময় অনুপ্রেরণামূলক।”

রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখরও। লিখেছেন, “সবাইকে বিজয়দশমীর শুভেচ্ছা। ভগবান শ্রী রাম সবার মঙ্গল করুন। ন্যায়, সত্য ও পুণ্যের চিরন্তন বিজয়ের এই উৎসব প্রত্যেককে তাদের ভিতরের কুপ্রবৃত্তি – অন্যায়, অবিচার, অসত্য এবং অত্যাচারকে পরিত্যাগ করে মানবতার পথে চলতে অনুপ্রাণিত করে।”

 

কলকাতা সহ সকল জায়গাতেই বিসর্জনের প্রস্তিতি শুরু হয়ে গিয়েছে। করোনা আবহে বিসর্জন নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে নবান্ন। এই বিসর্জন নিয়েও সতর্ক হয়েছে প্রশাসন। কলকাতা পুরসভা ও পুলিশ করোনা বিধি মেনেই প্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গার ১৭টি ঘাটে প্রস্তুতি শুরু করে দিয়েছে। গঙ্গার ঘাটে ভিড় এড়াতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে গঙ্গার ঘাটে যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থাও জোরদার করা হয়েছে। স্পিড বোটে চলবে নজিরদারি। পুলিশ নজরদারি চালাবে দুটি টাওয়ার থেকে। সেই সঙ্গে মোতায়েন থাকবে কলকাতা পুলিশ। গঙ্গার প্রতিটি ঘাটে থাকবে রিভার ট্রাফিক গার্ড ও বিপর্যয় মোকাবিলা টিম।