পুজোয় ক্লাবগুলিকে অনুদানের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

0
215
SSC

কলকাতা: দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সেই টাকার অঙ্ক আরও ১০ হাজার বাড়িয়ে মোট ৬০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছেন তিনি। এর বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। ইতিমধ্যেই প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল। দ্রুত শুনানির আর্জিও জানিয়েছে তারা। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

আরও পড়ুন: কলকাতা সফরে আসার আগেই দুর্গাপুজো নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন UNESCO কর্তা

সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো উদ্যক্তাদের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ৬০ হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করেন তিনি। এরপরই সরব হয়েছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, রাজ্যের আর্থিক পরিস্থিতি খারাপ থাকায় বকেয়া ডিএ মেটানো হচ্ছে না কিন্তু রাজ্যের ক্লাবগুলিকে অনুদান হিসেবে প্রায় ২০০ কোটি টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই উত্তপ্ত কাতার, ৬০ জন বিদেশি শ্রমিক আটক 

উল্লেখ্য, চলতি বছর ১ সেপ্টেম্বর থেকে পুজোর সূচনা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ তারিখ ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে বিরাট মিছিলের ডাক দিয়েছেন তিনি। এতে উপস্থিত থাকতে পারেন ইউনেস্কো কর্তা এরিক ফাল্ট। এছাড়া, আগামী ২১,২২,২৩ সেপ্টেম্বর শহরের পুজোর প্রস্তুতি দেখতে কয়েকজন বিদেশি আসবে বলেও জানা গিয়েছে।