খারিজ পার্থের রক্ষা কবচের আবেদন, বাড়ছে গ্রেফতারির সম্ভবনা

0
277

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় আরও বিপাকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এদিন তার আইনজীবীরা আদালতের কাছে মন্ত্রীর রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু তা খারিজ করে দিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পার্থবাবুকে চাইলে হেফাজতে নিয়েই
জেরা করতে পারে সিবিআই৷ কাকতালীয়ভাবে এদিনই পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার হাজিরার নির্দেশ সিবিআই৷ ফলে গ্রেফতারির সম্ভবনা জোরাল হচ্ছে৷

বস্তুত, এসএসসির নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছিলেন সিঙ্গলবেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এমনকি প্রয়োজনে পার্থবাবুকে হেফাজতে নিয়ে সিবিআই জেরা করতে পারে বলেও জানিয়েছিলেন তিনি৷ এরপরই গত বুধবার সন্ধ্যায় সিবিআইয়ের জেরার মুখোমুখি হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ সূত্রের খবর, আগামী সপ্তাহে তাঁকে ফের জেরা করার ভাবনা ছিল সিবিআইয়ের৷

- Advertisement -

এরই মাঝে শুক্রবার সকালে পার্থাবাবুর আইনজীবী ডিভিশন বেঞ্চে আবেদন জানায় যে পার্থবাবুকে রক্ষাকবচ দেওয়া হোক৷ তাঁকে হেফাজতে নেওয়া বা তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যেন না নেওয়া হয়৷ কিন্তু এদিন ডিভিশন বেঞ্চের বিচারপতি ওই আবেদন খারিজ করে সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকেই অটুট রাখে৷ তবে সিঙ্গল বেঞ্চের বিচারপতি পার্থবাবুকে মন্ত্রী পদ থেকে সরানোর জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে যে পরামর্শ দিয়েছিলেন, তার কোনও বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন বিচারপতি৷ কিন্তু রক্ষাকবচ তুলে নেওয়ার জেরে রীতিমতো গ্রেফতারির জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷

আরও পড়ুন: এসএসসির দুর্নীতি, রাজ্য জুড়ে দীর্ঘতর হচ্ছে বিক্ষোভের রাশ