রাজ্যপালের ভাষণে আপত্তি, ফের বিধানসভায় ওয়াক আউট বিজেপির

0
46

কলকাতা: বাজেট অধিবেশন শুরুর দিনেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের সময়েই স্লোগান তোলে বিরোধী শিবির। শাসকদলের বিরুদ্ধে স্লোগান তোলেন পদ্মনেতারা। ‘চোর ধরো জেলে ভরো’ স্লোগানের পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ পায় বিজেপি বিধায়কদের। ফের বিধানসভায় একই চিত্র ফুটে উঠল সোমবার। রাজ্যপাল সিভি আনন্দ বোসের(CV Anand Bose) ভাষণে আপত্তি জানিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করল বিজেপি।

আরও পড়ুন মসলিনের বেনারসি, বিলিতী টোনার, ‘বিনোদিনী’ লুকে কতটা চমক আনলেন Rukmini

- Advertisement -

‘আমাদের কথা শোনা হচ্ছে না’ এমনই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার ভিতরেও চলে স্লোগান। এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ভুল পথে চালিত করা হচ্ছে। আমাদের কথা শোনা হচ্ছে না। বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না।’

আরও পড়ুন বিরাটের স্টাইলে পাক বধ জেমিমার, ভিডিও শেয়ার করল ICC

প্রসঙ্গত, গত সপ্তাহের বুধবারই রাজ্যপালের(CV Anand Bose) ভাষণের মাঝেই বিজেপি বিধায়কদের স্লোগান। ‘চোর ধরো জেলে ভরো’ স্লোগান তুলে তারপরেই বিক্ষোভ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা পর্বে। বিধানসভা কক্ষের বাইরেও স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। এমনকি রাজ্যপালের বেরোনোর সময়েও গো-ব্যাক স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। লাগাতার বিক্ষোভের পরে বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের।

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Anand Bose) ভাষণ শুরু করতেই স্লোগান দিতে শুরু করে বিজেপি। হট্টগোল এমন পর্যায়ে পৌঁছয় যে রাজ্যপালের ভাষণ শোনা মুশকিল হয়ে পড়ে। কিন্তু তাতেই সিভি আনন্দ বোস থামেননি। পুরো বক্তব্য রেখে তিনি তাঁর ভাষণ শেষ করেন। তাঁর ভাষণের সময়ে রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গ উথে আসতেই বিরোধী শিবিরের স্লোগান উচ্চমাত্রা নেয়। শাসকদলের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেন তাঁরা। ভাষণের সময়ে রাজ্যপাল একটি অংশ পাঠ করেন ‘মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত বছর শান্তিপূর্ণভাবে কেটেছে। রাজ্যে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার সর্বদা তৎপর। আনন্দ ও সৌহার্দ্যের বাতাবরণে সব ধর্মীয় উৎসব পালিত হয়েছে।’ এহেন ভাষণ শুনেই বিরোধী শিবির ক্ষেপে ওঠে।

এরপরেই শোরগোল বাঁধে বিধানসভা কক্ষে। দুর্নীতি থেকে বকেয়া ডিএ সহ নানা ইস্যুকে সামনে এনে স্লোগান তুলতে থাকেন বিজেপি বিধায়করা। রাজ্যপালের ভাষণ শেষের আগেই তাঁরা কক্ষ ছাড়েন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। এদিন শুধুমাত্র শাসকদলের বিরুদ্ধেই নয় রাজ্যপালের বিরুদ্ধেও বিক্ষোভের সুর তলে বিরোধী শিবির। কক্ষ ছেড়ে বেরোনোর সময়ে রাজ্যপালকে ধিক ধিক স্লোগানও দিতে থাকেন। এমনকি বাইরে বেরিয়ে এসেও তাঁরা স্লোগান দিতে থাকেন।