আরও দু’দিন গৃহবন্দি ফিরহাদরা, বুধবার ফের শুনানি

আপাতত আরও দু’দিন গৃহবন্দি হয়েই থাকতে হবে নারদ মামলায় ধৃত চার রাজনৈতিক নেতাকে৷ সোমবারও তাঁদের জামিন নিয়ে কোনও রায় দিল না কলকাতা হাইকোর্ট৷

0
24

খাসখবর ডেস্ক: আপাতত আরও দু’দিন গৃহবন্দি (House Arrest) হয়েই থাকতে হবে নারদ (Narada Scam) মামলায় ধৃত চার রাজনৈতিক নেতাকে৷ সোমবারও তাঁদের জামিন নিয়ে কোনও রায় দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে৷ তাই আগামী ৪৮ ঘণ্টা সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গৃহবন্দি থাকতে হবে৷

কিন্তু বুধবারের শুনানি নিয়ে শঙ্কা প্রকাশ করেন খোদ বিচারপতিরাই৷ কেননা বুধবার রাজ্যে ঘূর্ণিঝড় ইয়াসের আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ ফলে সেদিন ভার্চুয়াল শুনানি আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতিরা৷ এদিকে মঙ্গলবারও শুনানি হতে পারত৷ কিন্তু ওই দিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ছুটিতে থাকবেন৷ তাই বুধবার শুনানির দিন ধার্য হয়৷

- Advertisement -

এদিন কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে শুনানির উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সিবিআই৷ কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়৷ নির্ধারিত সময়ে প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে শুনানি শুরু হয়৷

প্রায় দু’ঘণ্টা ধরে চলে সওয়াল-জবাব৷ সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতাকে বিচারপতিদের কড়া প্রশ্নের মুখোমুখি হতে হয়৷ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি সেন জানতে চান, সাত বছর ধরে মামলা চললেও কেন অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি? হঠাৎ চার্জশিট পেশের দিনই তাঁদের গ্রেফতার করতে হল? এর কোনও জবাব দিতে পারেনি সিবিআই৷

অপরদিকে এদিনই অভিযুক্তদের হয়ে সিবিআইকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি৷ বলেন, নেতা-মন্ত্রীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে৷ কেবল রাজ্যপালের অনুমতি নিয়ে গ্রেফতার করা হয়েছে৷ স্পিকারের অনুমতি নেওয়া হয়নি৷ সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার উদ্দেশে আদালত বলে, ‘‘আপনারা জামিনের বিরোধিতা করতে এত ব্যস্ত কেন?’’