করোনার জেরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পরিবর্তন, কীভাবে পালিত হবে জানাল নবান্ন

0
323

কলকাতা: করোনা মহামারীর জেরে সমস্ত কিছুই বদলে গিয়েছে। প্রতিবছরের মতন এবছর সারা দেশ জুড়ে বড়সড় করে পালন হবে না স্বাধীনতা দিবস। শুক্রবারই বিভিন্ন রাজ্যকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। আর তারপরই এ রাজ্যে কীভাবে ১৫ অগাস্ট পালিত হবে জানিয়েদিল নবান্ন।

এবছর স্বাধীনতা দিবসে রেড রোডে বড়সড় কুচকাওয়াজ, ট্যাবলো প্রদর্শন, মঞ্চে অতিথিদের সারিবদ্ধ আসন এসব কিছুই হবে না। বরং এই বিশেষ দিনে রাজ্যের করোনা যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে রেড রোডের অনুষ্ঠানে।

- Advertisement -

শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জনসমাগম নয়, ভারচুয়ালি পালন করতে হবে এবছরের ১৫ আগস্ট। প্রথা মেনে প্রধানমন্ত্রী লালকেল্লায় ভাষণ দিলেও, কোনও ভিড় থাকবে না। করোনা আবহে কীভাবে তা পালন করা হবে, সেই সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশিকা এদিনই প্রতিটি রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরেই নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা ও পূর্ত দপ্তরের আধিকারিকরা বৈঠক করেন ১৫ অগাস্টের অনুষ্ঠান নিয়ে।

বৈঠকে ঠিক করা হয়েছে রেড রোডের অনুষ্ঠান হবে, তবে একেবারেই আড়ম্বরহীন। প্রতি বছরের মতন এবারও ওইদিন সকাল ১০টায় রেড রোডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পুলিশের তরফে ছোট করে কুচকাওয়াজ হবে। এরপর পতাকা উত্তোলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে পুলিশের একটি দল থাকবে। তবে কোনও অতিথি থাকবেন না। এছাড়া কোনও ট্যাবলো প্রদর্শনীও হবে না।

ওইদিন রেড রোডেই রাজ্যের করোনা যোদ্ধাদের ডেকে সংবর্ধনা দেওয়া হবে, তবে খুব ছোট করে। কারা সেখানে ডাক পাবেন, সেই তালিকা পরে তৈরি হবে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে মোট ১৫ মিনিটের অনুষ্ঠানেই এবার সেরে ফেলা হবে স্বাধীনতা দিবস উদযাপন।