নতুন বছরে উপহার যাত্রীদের, সময় বাঁচাবে মেট্রো কর্তৃপক্ষ

0
72

কলকাতা: নতুন বছরে যাত্রীদের কথা ভেবে একের পর এক নয়া উদ্যোগ মেট্রো (Metro) কর্তৃপক্ষের৷ ফ্রি ওয়াই ফ্রাই, মেট্রো স্টেশনে চা-এর দোকান, মেট্রো বগিতে টিভির পর এবার যাত্রীদের মূল্যবান সময় নিয়ে ভাবচ্ছে কর্তৃপক্ষ৷ বাঁচাবে সময়৷ আর অপেক্ষা করতে হবে না ৫ মিনিটের৷ স্টেশনে উঠলেই মিলবে মেট্রো৷

সাধারণত দক্ষিণেশ্বর থেকে কবিসুভাষ পর্যন্ত সোম থেকে শনিবার ৫ মিনিট অন্তর মেট্রো (Metro) পরিষেবা পাওয়া যায়৷ আর ছুটির দিন অর্থাৎ রবিবার ১০ মিনিট অন্তর৷ এবার সোম থেকে শনিবার পাঁচ মিনিটটাকে আরও কমানোর চেষ্টা করল কলকাতা মেট্রো৷ বসানো হল অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম৷

- Advertisement -

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এই অত্যাধুনিক সিস্টেমের ফলে দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান আরও কমানো সম্ভব হবে৷ কার্যত বাড়ানো যাবে মেট্রো সংখ্যা৷ আপাতত এই নতুন প্রযুক্তি দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রুটে বসানো হয়েছে৷ তবে নতুন এই প্রযুক্তি আপাতত বসানো হয়েছে ব্লু লাইন মেট্রোতে৷

কর্তৃপক্ষের দাবি, বর্তমান মেট্রো পরিষেবাকে কোনওভাবে ব্যাহত না করে নতুন এই প্রযুক্তি বসানোর কাজ পুরোটাই হয়েছে৷ সপ্তাহে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রোয় প্রতিদিন ৬ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন৷ দিন দিন বাড়ছে যাত্রীর সংখ্যা৷ তাই তাঁদের কথা ভেবে দুটি মেট্রোর সময়ের ব্যবধান কমানোর পাশাপাশি ট্রেনের সংখ্যা বাড়ানোর কথাও ভাবা হয়েছে৷

প্রসঙ্গত, আপাতত ১৬টি এসি মেট্রো রেকে বসছে এলইডি স্ক্রিন৷ প্রতিটি কোচে দু’টি করে টিভি থাকবে৷ অর্থাৎ ৮ টি কোচের মেট্রো রেকে মোট টিভি থাকবে ১৬টি। নয়া এই সুবিধা আপাতত মিলবে উত্তর-দক্ষিণ করিডোরের কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুট পর্যন্ত৷ পরে ধীরে ধীরে সমস্ত মেট্রো রুটে চালু করা হবে এই পরিষেবা৷