‘সবকিছুতেই রাজনীতির রং লাগানো হয়’, ‘প্রজাপতি’র সাফল্যে বিতর্ক প্রসঙ্গে Dev

0
36

বিনোদন ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল ছবি হয়ে উঠেছে প্রজাপতি। বাবা-ছেলে হিসেবে দেব-মিঠুনের জুটির প্রশংসা হলেও ছবি মুক্তির শুরুতেই বিতর্ক শুরু হয়। একদিকে যেমন বিজেপি-তৃণমূলের ঠাণ্ডা লড়াই চোখে পড়েছে তেমনই দলের অন্দরেই দেখা গিয়েছে ‘অসন্তোষের সুর’। তবে সেই সমস্ত বিতর্ক উড়িয়ে সোমবার জমজমাটভাবে আয়োজিত হল প্রজাপতির ২৫ দিনের সাকসেস পার্টি। বিতর্ক নিয়ে আরও একবার কি বললেন অভিনেতা তথা সাংসদ দেব।

আরও পড়ুন: পরিবারের অমতে পালিয়ে বিয়ে, স্ত্রীয়ের ২ দাদার হাতে খুন যুবক

- Advertisement -

বিগত ২৫ দিন ধরে বক্সঅফিসে রমরমিয়ে চলছে প্রজাপতি। কেবল বাংলায় নয় গোটা দেশেই ছক্কা হাঁকিয়েছে দেব-মিঠুনের জুটি। তাই গত সোমবার প্রজাপতি টিমের তরফে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দেব এবং মিঠুন দুজনেই। প্রজাপতি বিতর্ক নিয়ে দেবের মন্তব্য, “আমাদের দেশে সবকিছুতেই রাজনীতির রং লেগে যায় কিন্তু আমি তাঁর বিরুদ্ধে।” তবে কাউকে ছোট করে নিজের সিনেমাকে বড় করতে কোনও বেফাঁস কথা তুলতে চাননি অভিনেতা। যদিও বিতর্ক নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, দেবকে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল কিন্তু দেব ভয় পায়নি। নিজের সিনেমা দিয়ে জবাব দিয়েছে।”

ভারতে মুক্তি পেয়ে বড় সাফল্য পেয়েছে প্রজাপতি। অনেক সময়েই দেখা যায় ভারতের বিভিন্ন জায়গায় বাংলা ছবি মুক্তির এক সপ্তাহ পর নেমে যায়। কিন্তু প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও এখনও ‘প্রজাপতি’ দর্শকদের মনে জায়গা করছে। জানা গিয়েছে বিশ্বব্যাপী ছবি মুক্তির কথা চলছে। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই বিশ্বে মুক্তি পাবে ‘প্রজাপতি’।

উল্লেখ্য, নন্দনে শো না পাওয়ায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনে বিজেপি দাবি করেছিল মিঠুন চক্রবর্তী বিজেপির হওয়ায় নন্দন থেকে বাদ পড়েছে প্রজাপতি। অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মিঠুনকে ফ্লপ আখ্যা দেন এবং জানান তাঁকে ছবিতে নেওয়া দেবের ভুল সিদ্ধান্ত। এই মন্তব্যের জবাব দেন দেব। রাজনীতির ঊর্ধ্বে গিয়েই তিনি বলেন, আগামী দিনে তাঁর কোনও ছবিতে মিঠুন চক্রবর্তীকে প্রয়োজন হলে আবারও তাঁর সঙ্গে কাজ করবেন।