ধোনিকে বিশ্বকাপ জিততে দাদা -ই সুযোগ করে দিয়েছিলেন: Manoj Tiwary

0
161

কলকাতা: একদিকে ধর্মতলার মাতঙ্গিনী হাজরার পাদদেশে চাকরির দাবি নিয়ে ধর্না মঞ্চে বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। উল্টোদিকে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে তখন সাজো সাজো রব। বুধবার ক্লাবের নয়া তাঁবু সংস্করণের উদ্ধোধন ছিল। সেই সঙ্গে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সহ অনান্য বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন বাংলার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)।

সৌরভের হাত থেকে পুরস্কার নিয়ে খুশি মনোজ (Manoj Tiwary)। তবে অনুষ্ঠানে যা বক্তব্য রাখলেন মনোজ তাতে আবারও ভারতীয় ক্রিকেটের চিরাচরিত বিতর্ক খানিকটা বেড়ে গেল। সৌরভ বনাম ধোনি আবারও মাথাচাড়া দিয়ে উঠল। এদিন মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার পর মনোজ বলেন, “সবাইকে আমি আবারও মনে করিয়ে দিতে চাই, হয়তো সবাই আমরা এমএস ধোনি নামটা উপরে রাখি, বিশ্বকাপ দিয়েছে, সব দিয়েছে। তবু যে মানুষটা পাশে দাঁড়িয়ে আছে (সৌরভ) তিনি এমন সময় অধিনায়ক হয়েছিলেন যখন ভারতীয় ক্রিকেটে বড় বিতর্ক চলছিল। তিনি খেলাটাকে সঠিক জায়গায় নিয়ে গিয়েছেন, এটাই আমার ব্যক্তিগত অভিমত। সৌরভ ধোনিকে যে জায়গা তৈরি করে দিয়েছিলেন, যা হাতে তুলে দিয়েছিলেন।”

- Advertisement -

আরও পড়ুন: বৃষ্টিবিঘ্নিত অঘটনের বিশ্বকাপে আরও এক ইন্দ্রপতন, ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড

তিনি (Manoj Tiwary) আরও বলেন, “যে বিশ্বকাপ জিতেছে, দাদা সুযোগ করে দিয়েছিলেন। হরভজন,জাহির, যুবরাজ থেকে শুরু করে প্রায় সব খেলোয়াড়কেই দাদা যদি সেভাবে সুযোগ না করে দিত তাহলে আমাদের দেশে বিশ্বকাপটা আসতই না। দাদা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।” এরপরই অবশ্য নিজের ইচ্ছার কথা জানিয়েছেন মনোজ তিওয়ারি। অবসরের আগে বাংলাকে রঞ্জি জেতাতে চান তিনি। মনোজ যোগ করেন, “আমার একড়া স্বপ্ন আছে, কেরিয়ারের শেষ দিকে এসে গিয়েছে। খেলা ছাড়ার আগে একটা রঞ্জি ট্রফি জিতে চাই বাংলাকে। সেই জন্য লড়ে যাচ্ছি।”