‘বেলুন ফুটো হয়ে গিয়েছে’, BJP-র নবান্ন অভিযান নিয়ে তীব্র প্রতিক্রিয়া Mamata Banerjee-র

0
43

কলকাতা: রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার সকাল থেকেই তুলকালাম পরিস্থিতি। কর্মসূচী আটকাতে সবরকমভাবেই প্রস্তুত ছিল পুলিশ। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড, কাঁদানে গ্যাস, জল কামান, লাঠিচার্জ সবই চোখে পড়েছে। শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়ের মত হেভিওয়েটরা অভিযান শুরুর আগেই আটক হয়। বিজেপির এই কর্মসূচী নিয়ে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি নবান্ন অভিযানের দিন খড়গপুরে এক কর্মসূচীতে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এক সভা থেকে তিনি বলেন, ‘বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। লাইমলাইটে আসার জন্য এসব করে। কিন্তু মানুষই তাদের পাশে নেই। তাই ওদের দিকে তাকানোর দরকার নেই। নিজেদের মত কাজ করুন।’ এরইসঙ্গে গণআন্দোলন জোরদার করার বার্তা দেন তিনি।

- Advertisement -

আরও পড়ুন: প্রথম স্ত্রীয়ের সম্মতিতে রুপান্তরকামী নারীকে বিয়ে, একই ছাদের তলায় ৩ জনের সংসার

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার পেজ থেকে পোস্ট করে লেখা হয়, ‘৫৬ ইঞ্চির মডেল ধরা পড়ে গিয়েছে।’ সেই ভিডিও আবার রিটুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ পিটিএসের সামনে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারী। একইসঙ্গে আটক করা হয়ে বিজেপির অন্যতম সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহাকেও। পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহিলা পুলিশকর্মী বিরোধী দলনেতার গায়ে হাত দিলে তিনি বলেন, ‘সব লেডি পুলিশেরা আমার গায়ে হাত দিচ্ছে। এটা তাঁরা করতে পারেন না।’ এ নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এরপরই ‘মমতা ব্যানার্জী হায় হায়’ স্লোগান তোলেন শুভেন্দু ও লকেট।

আরও পড়ুন: চেনা ছকের বাইরে গিয়ে ট্যুর প্ল্যান করুন, ঘুরে আসুন পাহাড়ের কোলে অবস্থিত এই মায়াবি গ্রামে

অন্যদিকে, বিজেপির (BJP) নবান্ন অভিযানের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর অভিযোগ, নবান্ন অভিযানের জন্য বন্ধ থাকবে জাতীয় সড়ক। জনজীবন বিপন্ন করে সভা সমিতি করার ক্ষেত্রে আগেই সুপ্রিম কোর্টের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপরও কীভাবে এই কর্মসূচী করা হবে?

তবে এদিন আদালত জানিয়েছে, মঙ্গলবার আবেদন শোনা হবে না। মামলা যেহেতু করা হয়েছে তাই বিষয়টি বিবেচনা করা হবে। এর থেকেই স্পষ্ট এদিনের নবান্ন অভিযানে উচ্চ আদালতের কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।