দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মমতা-অভিষেক, কি কি রয়েছে কর্মসূচিতে

0
120

কলকাতা: চারদিনের সফরে দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজধানীতে একাধিক কর্মসূচি রয়েছে। একইসঙ্গে দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার দুপুরেই দিল্লি পাড়ি দেবেন তৃণমূল নম্বর ১ ও নম্বর ২।

আরও পড়ুন: কেবল গুজরাটে নয় নজরে রয়েছে যোগী রাজ্য, মুলায়মের ছেড়ে যাওয়া লোকসভা কেন্দ্রে আজ উপনির্বাচন

- Advertisement -

জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে জি ২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। আগামিকাল অর্থাৎ ৬ তারিখ যাবেন রাজস্থানের আজমির শরীফ এবং পুষ্কর। যদিও একইদিনে আবার দিল্লি ফেরত আসবেন তিনি।

দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচি রয়েছে তৃণমূলের। আগামী ৭ তারিখ অর্থাৎ বুধবার কলকাতার দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়ের দিল্লির বাসভবনে সাংসদদের নিয়ে বৈঠক করবেন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ তারিখ থেকেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সংসদে তৃণমূলের তরফে কি কি দাবি তুলে ধরা হবে, শাসক দল বিজেপির বিরুদ্ধে কীভাবে সরব হবেন তা নিয়েই বৈঠকে আলোচনা করা হবে বলে খবর। উল্লেখ্য, এদিন দুপুরেই কলকাতা বিমানবন্দর থেকে বিমানে দিল্লি উড়ে যাবেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: গুজরাটে হাই ভোল্টেজ নির্বাচনের দ্বিতীয় দফায় এই জায়গা থেকে ভোট দেবেন Modi-Shah