দিল্লির মত এবার কলকাতার ৮০টি পুরস্কুল ইংরেজি মাধ্যম করার ভাবনা পুরসভার

0
82
student

কলকাতা: রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের পঠনপাঠনের মান নিয়ে প্রশ্ন উঠছে বহুদিন ধরেই। এর জন্য ইংরেজি তুলে দেওয়াকে দায়ী করেন অনেকে। এই পরিস্থিতিতে এবার এক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দিল্লির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধাঁচে পুরস্কুলের পরিকাঠামো ও পঠন-পাঠন পদ্ধতি আমূল পরিবর্তনের প্রস্তুতি শুরু কলকাতায়। নিম্নবিত্ত ও বসতির শিশুদের আধুনিক শিক্ষা পদ্ধতির অধীনে আনতেই রাজধানীতে অভাবনীয় সাফল্য পাওয়া ‘দিল্লি মডেল’ চালু করতে চাইছে কলকাতা পুরসভা।

আরও পড়ুনঃ Rape: ফের বাংলা, ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী

- Advertisement -

পুরসভার শিক্ষাবিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহার কথায়, ‘দিল্লির সরকারি প্রাথমিক স্কুলের নয়া পঠনপাঠন পদ্ধতি ও শিক্ষণ পরিকাঠামো দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের প্রশংসা কুড়িয়েছে। তাই পুরসভার ইংলিশ মিডিয়াম স্কুলে রাজধানীর ওই পদ্ধতি অনুসরণ করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুনঃ রাতারাতি নাম বদলে বেসরকারিকরণ হয়ে গেল বাংলার এই স্টেশন

কলকাতায় ২৪১টি পুরস্কুলের মধ্যে বর্তমানে ৭১টিতে ইংলিশ মিডিয়ামে পঠনপাঠন চলছে। আগামী পাঁচ বছরে আরও ৮০টি স্কুলকেও ইংরেজি মাধ্যমের অধীনে নিয়ে আসতে চান মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু শুধু নামে বা ভাষায় ইংরেজিতে পড়াশোনা নয়, আধুনিক শিক্ষাপদ্ধতির দ্রুত প্রয়োগও চান মেয়র। এই কারণেই এবার শহরে বদলে যাওয়া পুরসভার স্কুলে ইংলিশ মিডিয়াম চালুর সঙ্গেও ডিজিটাল ল্যাব, স্মার্ট ক্লাসরুম, প্লে-জোন থেকে শুরু করে ‘ইংলিশ কমিউনিকেশন স্কিল’ চালু করার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন মেয়র পারিষদ শিক্ষা।

তবে আগামী পাঁচ বছরে কোন ৮০টি স্কুল ইংলিশ মিডিয়ামে বদলে যাবে তা নিয়ে শহর জুড়ে সমীক্ষা শুরু হয়েছে। কারণ, কোন জোনের বাসিন্দারা আদৌ পুরসভার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে রাজি হবেন তা জেনেই তবেই পরিবর্তন করা হবে। শিক্ষার মেয়র পারিষদের কথায়, ‘ইংলিশ মিডিয়াম পুরস্কুলে পড়াতে পারবেন এমন শিক্ষক-শিক্ষিকাদের প্রস্তুত করে তবে তো বিদ্যালয়ের মাধ্যম পরিবর্তন হবে।’