জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ-বাড়ি ভাঙচুর, দুই পক্ষের হাতাহাতিতে আহত বেশ কয়েকজন

0
78

বিধাননগর: বাড়ি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি, বাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে সল্টলেকের বি এল ব্লকের ৫০ নম্বর বাড়িতে।

পুলিশের দাবি, এই বাড়ি নিয়ে সিভিল ডিসফুড রয়েছে। এবং সিভিল কোর্ট কেসও রয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত ভৈরব চক্রবর্তীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

- Advertisement -

আরও পড়ুন-পাঁচদিন ধরে ঘরেই পড়েছিল মানসিক ভারসাম্যহীন মহিলার পচা গলা মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

পুলিশের দাবি, আজ সকাল সাড়ে ১০টা নাগাদ সল্টলেকের বি এল ব্লকের ৫০ নম্বর বাড়িতে ভৈরব চক্রবর্তী তার দলবল নিয়ে বাড়িতে চড়াও হয়। পাঁচদিন আগে ওই বাড়িটি লিজে নেয় মহেশ সিংহানিয়া। তিনি এই বাড়িটি লিজে নিয়ে থাকতে শুরু করে। অভিযোগ, আজ তাদের পরিবারের লোকজনদের ওপর চড়াও হয় ভৈরব ও তার দলবল। যদিও ভৈরব চক্রবর্তী এই বাড়িটি আগে লিজে নিয়ে থাকছিল। পরে মহেশ সিংহানিয়া লিজে নেয় এবং দুজনই বাড়িটি লিজে নেয় মনোজ টোডির কাছ থেকে।

তবে আজ যখন ভৈরব তার বাড়িতে প্রবেশ করতে যায় সেই সময় দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। যারফলে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তবে কি কারনে এইরকম পর্যায়ে পৌঁছালো গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।