‘কাকু বলতে আমি একজনকেই চিনি’

0
57
Kuntal Ghosh

কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক তথ্য ক্রমশ সামনে আসছে। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের কাছে ‘কালীঘাটের কাকু’র নাম বারবার উঠে আসে। সম্প্রতি সেই কাকুর পরিচয়ও সামনে আনা হয়েছে। মঙ্গলবারই মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল এই ‘কাকু’র আসল পরিচয় সামনে এনেছেন। এই কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রর সঙ্গে নাম জড়ায় কুন্তল ঘোষের। কিন্তু সুজয় ভদ্রকে চিনলেও ‘কালীঘাটের কাকু’কে চেনেন না। এমনই দাবি করেছেন কুন্তল ঘোষ(Kuntal Ghosh)।

আরও পড়ুন Sushant কি এখনও বেঁচে, ভাইরাল ছবি দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা

- Advertisement -

বৃহস্পতিবার হুগলি যুবনেতা কুন্তল ঘোষকে(Kuntal Ghosh) নিজাম প্যালেস থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। আর সেই সময়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ‘কালীঘাটের কাকু’ প্রসঙ্গে মুখ খোলেন কুন্তল। তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘কালীঘাটের কাকু কে? কাকু বলতে আমি একজনকেই চিনি। আমার বাবার ভাই’। তবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার একজন কর্মী সুজয় ভদ্রকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন বলের জানিয়েছেন কুন্তল ঘোষ।

আরও পড়ুন শহরের একাধিক প্রকাশনী সংস্থায় ইডির তল্লাশি

উল্লেখ্য, গোয়েন্দাদের তদন্তে খোঁজ মিলেছে ‘কালীঘাটের কাকু’র বাড়ির হদিশ! সিবিআই তাপস মণ্ডলকে sskm এ নিয়ে যাওয়ার পথে সে জানায়, এই ‘কালীঘাটের কাকু’র বাড়ি বেহালা পশ্চিমেই। অর্থাৎ ১২ ঘণ্টার মধ্যেই সুজয় ভদ্রের বাড়ির হদিশ পাওয়া গেল। পার্থ চট্টপাধ্যায়ের যে বিধানসভার বিধায়ক ছিলেন, অর্থাৎ তাঁর বাড়ি বেহালা পশ্চিম বিধান সভার ফকির পাড়ায়। তবে পার্থর সঙ্গে কি যোগ রয়েছে এই ‘কালীঘাটের কাকু’র? সূত্র খুঁজজেন গোয়েন্দারা!

প্রসঙ্গত, কালীঘাটের কাকু সুজয় ভদ্র! সূত্রের খবর, সুজয় ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এক সংস্থার সঙ্গে জড়িত। তাকে কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ডেকে একবার জিজ্ঞাসাবাদ করেন ইডি। তবে, সিবিআই নিয়োগ দুর্নীতিতে নিজেদের মতোই তদন্ত করছে। এবং সিবিআইয়ের প্রাথমিক তদন্তে অনুমান হুগলির আর এক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল এই সুজয় ভদ্রের। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার কোনও এক প্রভাবশালী নেতার সঙ্গে যোগাযোগ ছিল শান্তনু ও সুজয়ের। তবে সুজয় ভদ্র ঠিক কে? এবং নিয়োগ দুর্নীতিতে তাপসের মুখে কেনও এল তার নাম, সেই সব সূত্রের খোঁজে সিবিআই।