সারদার থেকে নেওয়া সব টাকা ফেরত দেবেন কুণাল

0
883

পলাশ নস্কর, সল্টলেক: মার্চের মধ্যেই সারদার থেকে নেওয়া সব টাকা ফেরত দেবেন কুণাল ঘোষ। সোমবার ইডি অফিসারদের ৯ ঘণ্টা জেরা শেষ করে বেরিয়ে জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এর আগে ২ তারিখও তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন ইডির আধিকারিকরা।

সোমবার সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কুণাল ঘোষকে তলব করেছিল ইডি। সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কুণাল। প্রায় ৯ ঘণ্টা জেরা চলে। বেরোনোর সময় তিনি সংবাদমাধ্যমকে বলেন, সারদার কাছ থেকে নেওয়া সমস্ত টাকা চলতি মাসেই ফিরিয়ে দেব। তবে ঠিক কত টাকা তিনি ফেরাতে চলেছেন তা অবশ্য জানাননি তৃণমূলের মুখমাত্র। এদিকে তাঁকে ফের ১৬ মার্চ তলব করেছে ইডি।

- Advertisement -

কুণাল ঘোষ জানান, তিনি আগেই আবেদন করে রেখেছিলেন সারদার থেকে নেওয়া টাকার ইনকাম ট্যাক্স ও ঋণ বাবদ সংস্থাকে যে টাকা তিনি দিয়েছিলেন সেই টাকা যাতে বাদ দেওয়া হয়। সোমবারও ইডি আধিকারিকদের কাছে এই দাবি জানান তিনি। প্রসঙ্গত, সারদার সংবাদমাধ্যমের সিইও ছিলেন কুণাল। সেইসময় মোটা টাকা বেতন হিসেবে নেন তিনি।

কুণালের দাবি, সারদা কর্ণধার সুদীপ্ত সেন পালিয়ে যাওয়ার পর সারদা গোষ্ঠীকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেন তিনি। এর পাশাপাশি তাঁর দাবি, সারদা থেকে অনৈতিকভাবে কোনও টাকা নেননি। কাজের বিনিময়ে পারিশ্রমিক নিয়েছেন মাত্র। ১৬ মার্চ তাঁকে ফের তলব করেছে ইডি।