Market Price: চড়া দামে বিকাচ্ছে আনাজ, আকাশছোঁয়া মাছ-মাংসের দাম..

0
99

খাস ডেস্ক: সপ্তাহের শুরুতেই থমকে গিয়েছে অনাজের দাম। আজকের দিনেও একই অবস্থা। ৩০০ টাকা ছুঁতে পারে মুরগির মাংসের দাম। যদিও লেবু-লঙ্কার দামেও হোঁচট খেতে হচ্ছে মধ্যবিত্তকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে কলকাতায় কত যাচ্ছে মাছ, মাংস, শাক-সবজির বাজার দর। (স্থানীয় বাজার দরে সামান্য হের ফের হতে পারে)।

জ্যোতি আলু ২৮-৩০ টাকা প্রতি কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ২৫-২৭ টাকা), চন্দ্রমুখী আলু ৩৮-৪০ টাকা কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ৩২-৩৫ টাকা)। আদা প্রতি কিলো ৮০-১০০ টাকা, পেঁয়াজ প্রতি কিলো ৩০-৩৫ টাকা (পাইকারি বাজার দর প্রতি কিলো ১৬-১৮ টাকা), পাতিলেবু ৫-৬ টাকা পিস, কাঁচালঙ্কা প্রতি কিলো ৮০-১০০ টাকা।

- Advertisement -

আরও পড়ুন-Weather update: কেমন যাবে আজকের আবহাওয়া, জানাল হাওয়া ভবন

লাউ প্রতি কিলো ৩০ টাকা, কুমড়ো প্রতি কিলো ৩৫ টাকা, পেঁপে ২৫ টাকা কিলো, ফুলকপি প্রতি পিস ১০ টাকা, বাঁধাকপি ২৫ টাকা কিলো, শসা ৩০ টাকা কিলো, ধনেপাতা ৭০ টাকা কিলো, চিচিঙ্গা ১৫ টাকা প্রতি কিলো।

এদিকে মাছের দাম কার্যত আকাশছোঁয়া। তেলাপিয়া মাছ ১২০_১৫০ টাকা কেজি, ট্যাংরা মাছ ২০০-২৫০ টাকা কেজি, ভোলা মাছ প্রতি কেজি ১৫০-২০০ টাকা, মৌরোলা ৩০০-৩৫০ টাকা, পাবদা ৩০০-৪৫০ টাকা, পার্শে ৩৮০-৪০০ টাকা।

আরও পড়ুন-Horoscope: শুক্রবারে ভাগ্য ফিরবে কোন কোন রাশির, জেনে নিন আপনার রাশিফল

এদিকে, রুই মাছ (গোটা) কিলো প্রতি ১২০-১৫০ টাকা, রুই মাছ (কাটা) কিলো প্রতি ১৬০-১৮০ টাকা, কাতলা মাছ (গোটা) কিলো প্রতি ২২০-২৪০ টাকা, কাতলা মাছ (কাটা) কিলো প্রতি ২৬০-৩৫০ টাকা, ভেটকি মাছ কিলো প্রতি ৪৫০-৫০০ টাকা। এছাড়াও মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১৭৫-১৮০ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কিলো ২৪০-২৫০ টাকা, পাঁঠা / খাসির মাংস প্রতি কিলো ৬৫০-৭২০ টাকা।