নন্দীগ্রাম মামলার শুনানির শুরুতেই বিজেপি যোগের জবাব দিলেন বিচারপতি

বিপুল জয়ের মাঝেও কাঁটা হয়ে রয়েছে নন্দীগ্রাম। কারণ ওই কেন্দ্র থেকে জিততে পারেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

0
222

খাস খবর ডেস্ক: বিপুল জয়ের মাঝেও কাঁটা হয়ে রয়েছে নন্দীগ্রাম। কারণ ওই কেন্দ্র থেকে জিততে পারেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছেন মমতা। আর সেই মামলার বিচারপতিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন- বাড়ছে যাত্রী ক্ষোভ, লোকাল ট্রেন চালাতে চেয়ে ফের রাজ্য সরকারকে আজ চিঠি দিতে পারে রেল

- Advertisement -

বিচারপতি কৌশিক চন্দের এজলাসে চলছে ওই মামলা। ওই বিচারপতির সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলে দাবি করেছে তৃণমূলের নেতারা। বিচারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন ঘাস ফুল শিবিরের নেতারা। তৃণমূলের একাধিক নেতা বিচারপতি কৌশিক চন্দের কিছু পুরনো ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে বিজেপির নেতাদের সঙ্গে একই মঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে। ওই মঞ্চের পিছনে বিজেপির ব্যানারও রয়েছে।

আরও পড়ুন- স্নান যাত্রার পূণ্য দিনেই খুলে দেওয়া হল দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির

যা নিয়ে চরম বিতর্ক হয়। বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে সেই মামলা সরিয়ে ফেলার দাবিও করা হয়। যদিও তা হয়নি। বৃহস্পতিবার তাঁর এজলাসেই মামলার শুনানি হয়। তৃণমূল সুপ্রিমোর হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনিও বিচারপতির বিজেপি যোগ নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুন- ডেল্টা প্লাসের উদ্বেগের মধ্যেই যেকোনো কোভিড ভ্যারিয়েন্টকে জয় করার উপায় জানাচ্ছেন AIIMS-প্রধান

যার পালটা বিচারপতি কৌশিক চন্দ বলেছেন, “আপনি তো কংগ্রেসের নেতা এবং সাংসদ। আপনি এখানে কার হয়ে মামলা করতে এসেছেন?” আইনজীবী হিসেবে তৃণমূলের আদালতে সওয়াল করছেন বলে জানান অভিষেক মনু সিংভি। পালটা কৌশিক চন্দ বলেন, “আমিও আইনজীবী হিসেবেই বিজেপি হয়ে আদালতে সওয়াল করেছি।” তিনি যখন বিজেপির হয়ে মামলা লড়েছেন সেই সময়ে বিজেপির এত বাড়বারন্ত ছিল না বলেও দাবি করেছেন বিচারপতি কৌশিক চন্দ।

এ দিন আদালতে নন্দীগ্রাম মামলার শুনানি হয়ে গিয়েছে। ভার্চুয়ালি আইনজীবীরা উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। শুনানি শেষ হয়ে গেলেও কোনও রায় দেয়নি আদালত। রায় দান স্থগিত রাখা হয়েছে।