অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে নিগ্রহ করার অভিযোগ ঘিরে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়  

0
43

কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ উঠল ঘরে ডেকে ছাত্রীকে নিগ্রহ করার। এই ঘটনায় আলোড়ন পরে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ইতিমধ্যে সেই অধ্যাপকের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত ছাত্রী, যদিও পুলিশ এখনও অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেনি। 

আরও পড়ুন : মধ্যরাতে একনাথ – দেবেন্দ্র বৈঠক, চাপ বাড়ল উদ্ধবের 

- Advertisement -

এই ঘটনায় পুলিশের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য এর দফতরেও অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত ছাত্রী। কিভাবে ওই অধ্যাপক তাঁকে যৌন হেনস্থা করেছেন, সেই বিষয়ে বিস্তারিত ফেসবুক পোস্ট করে জানিয়েছেন ছাত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর অভিযুক্ত অধ্যাপকের কাছে গবেষণার কাজ করছিলেন ওই ছাত্রী। অভিযোগ উঠেছে নিগৃহীত ছাত্রীর থিসিস পেপার জমা দিতে দেরী করছিলেন ওই অধ্যাপক। 

আরও পড়ুন : দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত টুইট করে বিপাকে রাম গোপাল বর্মা

অধ্যাপককে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ছাত্রীকে নিজের ঘরে ডাকেন। তারপরে কি হয়? সেই বিষয়ে ফেসবুক পোস্টে ছাত্রী লিখেছেন, “ঘরে যেতেই এমনকি তাঁর সামনেও সোজাসুজি আমাকে দাঁড়াতে বলেন। তারপর আমার বুকের দিকে তাকাচ্ছিলেন ক্রমাগত। এরপর আমার উরু, আমার গাল এবং আমার পিঠ স্পর্শ করতে শুরু করেছিলেন তিনি। আমার গালে চুমু খেয়ে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। আমি বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি কোনও কথা শোনেননি। শেষ পর্যন্ত তিনি আমাকে তাঁর বিছানায় ঠেলে দিয়ে বললেন ব্যাস এক বার!”