নতুন মোড়কে হাতের মুঠোয় ‘খাস খবর’

0
409

গত এক দশক ধরেই খবর পরিবেশনের একটা বিবর্তন আমরা লক্ষ্য করছি। ডিজিটাল যুগে, আরো বিশেষভাবে বলতে গেলে স্মার্টফোনের যুগে সেই বিবর্তনটা আরো স্পষ্ট করে দেখতে পাওয়া যাচ্ছে। সকল বয়সের মানুষই এখন মানিয়ে নিচ্ছেন এই নতুন মাধ্যমটিকে। আর মানুষের এই স্মার্ট অভ্যেসের সাথে মানিয়ে নিতে ট্রাডিশনাল টিভি সেটও আজকে স্মার্ট। ডারউইনের ‘সারভাইভাল অফ দ্য ফিটেস্ট’ এখন খবর পরিবেশনের ক্ষেত্রেও পুরো মাত্রায় দেখা যাচ্ছে।

ঠিক এই রকম একটা সময়ে ফিরে আসতে চলেছে ‘খাস খবর’ ওয়েব টিভির মোড়কে। সমস্ত বয়সের, সমস্ত রুচির বাংলাভাষী মানুষের জন্যে নতুন দশকের উপহার। হাতের কাছে শুধুমাত্র একটা স্মার্টফোন আর ইন্টারনেট থাকলেই হবে, খাস খবর আপনার হাতের মুঠোয়। বাসে, ট্রামে, অফিসে, বাড়িতে, দেশে বিদেশে যেখানেই থাকুন আমরা আপনার সঙ্গে থাকব।

- Advertisement -

রুথলিন সাহা