কলকাতায় রেস্তরাঁর গোডাউনে আগুন

0
683
প্রতীকী ছবি

কলকাতা: রেস্তরাঁর গোডাউনে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে। শনিবার দুপুরে ক্ষেত্রদাস লেনে রেস্তরাঁটির গোডাউনে হঠাৎই আগুন ধরে যায়। দমকলের ৫টি ইঞ্জিন দ্রুত এলাকায় পৌঁছায়। রেস্তরাঁর গোডাউনে দাহ্য পদার্থ ছিল বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত রেস্তরাঁটির গোডাউনে আগুন লাগায় সময় ভেতরে অনেকেই ছিলেন। দমকল কর্মীরা তাঁদের উদ্ধারের পাশাপাশি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে আগুন নেভাতে গিয়ে তীব্র ধোঁয়ার জেরে এক দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন।

- Advertisement -

এদিকে আগুন লাগার খবর পেয়ে এলাকায় যান স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দমকল খুব তাড়াতাড়ি পৌঁছনোয় আগুন তুলনামূলক সহজে নিয়ন্ত্রণে এসেছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারাও ঘটনাস্থলে যান।

অগ্নিকাণ্ডের জেরে কোনও প্রাণহানির খবর এখনও নেই। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকলবাহিনী। গোডাউনের অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা তাও খতিয়ে দেখছে দমকল।