বাগুইআটিতে আগুন, দমদমে সভা সেরে তদারকি মুখ্যমন্ত্রীর

দমদমের নির্বাচনী জনসভা সেরে ভিআইপি রোড ধরে যাচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়৷

0
60

পলাশ নস্কর, বাগুইআটি: দমদমের নির্বাচনী জনসভা সেরে ভিআইপি (VIP) রোড ধরে যাচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয়৷ বাগুইআটি (Baguiati) ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় কালো ধোয়া দেখতে পান তিনি৷ কনভয় থামিয়ে নেমে পড়েন রাস্তায়৷ জানতে পারেন আশেপাশে আগুন লেগেছে৷ শোনামাত্রই তদারকির কাজে নেমে পড়েন মুখ্যমন্ত্রী৷ খবর দেন দমকল ও দফতরের মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bose)৷

সোমবার বিকালে বাগুইআটি ট্র্যাফিক গার্ডের কাছে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে৷ সেখানে থাকা বেশ কিছু অব্যবহৃত ও পরিত্যক্ত গাড়িতে আগুন লেগে যায়৷ দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ ঠিক তখনই ফ্লাইওভার দিয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়৷ আগুন দেখতে পেয়ে কনভয় থামিয়ে দেন তিনি৷

- Advertisement -

ওই খানে দাঁড়িয়েই মমতা খবর দেন দমকলকে৷ ঘটনাস্থলে আসে চারটি ইঞ্জিন৷ মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে ছুটে আসেন সুজিত বসু৷ দমকলমন্ত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আমায় ফোন করে আগুন লাগার কথা জানান৷ আমি নিজেও খবর পেয়েছিলাম৷ এখানে অনেক পুরনো গাড়ি রাখা ছিল৷ সেগুলো পুড়ে গিয়েছে৷’’

আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ কী থেকে আগুন লাগল তা স্পষ্ট নয়৷ তদন্ত শুরু করেছে দমকল৷ তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছুক্ষণের জন্য হলেও এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ আশেপাশের বাসিন্দারা আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন৷