‘অগ্নিপথ’ বিক্ষোভের জেরে আজও বাতিল একাধিক ট্রেন, বদল সময়সূচিতেও

0
32

কলকাতা: ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে অগ্নিগর্ভ দেশ। অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তেও । বিক্ষোভ দেখিয়ে বহু জায়গায় ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। লোকাল, এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি ভাঙচুর করা হয় রেলস্টেশনেও। সেই কারণে গত কয়েকদিন ধরেই বাতিল করা হচ্ছে একাধিক দূরপাল্লার ট্রেন। বিক্ষোভের জেরে আজও বাতিল একাধিক ট্রেন, বদল করা হয়েছে ট্রেনের সময়সূচিও।

আরও পড়ুনঃ অগ্নিপথ প্রকল্পে কবে হবে নিয়োগ, প্রথম বিজ্ঞপ্তি জারি করে জানাল সেনাবাহিনী

- Advertisement -

বাতিল ট্রেন গুলির মধ্যে রয়েছে- কলকাতা – দ্বারভাঙা এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজমগড় এক্সপ্রেস, 12023 হাওড়া-পাটনা জনশতাব্দি এক্সপ্রেস, 13009 হাওড়া-যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস, 12987 শিয়ালদা-আজমের এক্সপ্রেস।

এছাড়াও যে ট্রেনগুলির সময় পরিবর্তন করা হয়েছে সেগুলি হল- 12303 হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, 12371 হাওড়া-বিকানের এক্সপ্রেস, 12273 হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, 13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস।

অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভের জের এখনও অব্যাহত। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের ঘোষণার পর থেকেই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ আন্দোলন, মিছিল। ব্যাহত হয় সড়ক ও রেল পরিষেবা। বহু জায়গায় ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। লোকাল, এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি ভাঙচুর করা হয় রেলস্টেশনেও। কোথাও উপমুখ্যমন্ত্রীর বাড়িতে আছড়ে পড়ছে উন্মত্ত নিয়োগপ্রার্থীদের ক্ষোভ, কোথাও আবার তরুণদের বিক্ষোভ সামলাতে গুলি চালাতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের। বলাবাহুল্য গোটা দেশজুড়ে একপ্রকার ধ্বংসলীলা চালায় আন্দোলনকারীরা।