‘ঠাকুমা বলত, ‘অভাগা যেখানে যায়, সাগর শুকায়ে যায়’, শুভেন্দুকে একহাত নিলেন দেবাংশু

0
29
Debangshu Bhattacharya

কলকাতা: আসানসোল ও বালিগঞ্জে ধরাশায়ী হয়েছে বিজেপি। বালিগঞ্জে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের তুলনায় ভোট কমেছে অনেকটাই। দুই কেন্দ্রে ভরাডুবির পর নেতাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। বালিগঞ্জে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসছে বামেরা। আসানসোলেও তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের পার্থক্য ২ লক্ষেরও বেশি। সব মিলিয়ে উপনির্বাচনে কার্যত সবুজ ঝড় উঠেছে বাংলা জুড়ে। এই পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারীকে বিঁধে একহাত নিলেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।

আরও পড়ুনঃ আচমকাই বাড়িতে বিধ্বংসী আগুন , ঝলসে মৃত্যু মা সহ দুই শিশুর

- Advertisement -

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে ফেসবুকে দেবাংশু লেখেন, “ঠাকুমা বলত, ‘অভাগা যেখানে যায়, সাগর শুকায়ে যায়!’ হঠাত্‍ মনে পড়ল! কারণ, আসানসোলে BJP -র নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। দুঃখের বিষয় আসানসোলে মিটার বক্সটা একটু উঁচুতে ছিল.. হাত যায়নি বেচারার!’ শুধু তাইই নয়, পোস্টটিতে অপয়া শব্দটিকে হ্যাসট্যাগ হিসেবেও ব্যবহার করেছেন তিনি।

আরও পড়ুনঃ ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে আসা দুই পাকিস্তানি নাগরিককে মুক্তি দিল মোদী সরকার

পাশাপাশি, নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে যেটা করা গিয়েছিল, সেটা আর আসানসোলে করা যায়নি। নন্দীগ্রামে লোডশেডিং করেও তো মাত্র ১২০০-১৩০০ ভোটে জিতেছিলেন। এবার আসানসোলে গিয়ে BJP-র সাড়ে সর্বনাশ করে দিয়ে এসেছেন তিনি।”

শুধু এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘এবারে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়েছে। অগ্নিমিত্রা পাল তো নিজেই স্বীকার করে নিয়েছেন যে এবারে কেন্দ্রীয় বাহিনী খুব ভাল কাজ করেছে। কিন্তু তবু বিজেপি হারল। আমার ব্যক্তিগত মতামত, ‘শুভেন্দু অধিকারী বিজেপির জন্য অপয়া। কারণ, যেদিন থেকে উনি ওই দলে যোগ দিয়েছেন সেদিন থেকেই বিজেপি শিবিরে ধস নেমেছে। দিনহাটা, শান্তিপুরের মতো আসন আগেই খুইয়েছেন। এবার আসানসোলও হাতছাড়া হল। পরবর্তীতে উনি যদি দলবদল করেন তাহলে কী হবে জানি না। বিজেপির জন্য উনি ব্যাড ইনভেস্টমেন্ট।’‌