পিংলা ধর্ষণকাণ্ডের তদন্তভার কম্পালসরি ওয়েটিং-এ থাকা IPS-কে

0
35
kolkata high court cbi

কলকাতা : পিংলার ধর্ষণের মামলাতেও মহিলা IPS-এর ওপরেই ভরসা রাখল কলকাতা হাইকোর্ট। কম্পালসরি ওয়েটিং-এ থাকা IPS অফিসার পারুলকুশ জৈনের তত্ত্বাবধানে এই তদন্তের নির্দেশ দিল আদালত। তদন্ত প্রক্রিয়া আদালতের নজরদারিতেই চলবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

এ বিষয়ে আরও জানানো হয়েছে, তদন্তের রিপোর্ট আদালতের কাছে পেশ করতে হবে আগামী ২ মে। উল্লেখ্য, গত প্রায় তিন মাস ধরে কম্পালসরি ওয়েটিং-এ রয়েছেন ডিআইজি পারুলকুশ জৈন। তা সত্ত্বেও তাঁর তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে জানা গিয়েছে, বোলপুর, ময়নাগুড়ি, নেত্রা সহ প্রত্যেকটি ধর্ষণের মামলার ক্ষেত্রেই আগামী ২ মে তদন্তে অগ্রগতির রিপোর্ট তলব করেছে উচ্চ আদালত।

- Advertisement -

আরও পড়ুন : দিঘায় বেড়াতে এসে খণিকের আনন্দ পরিণত হল নিরানন্দে, পর্যটককে বেধড়ক মার হোটেল কর্মীর

প্রসঙ্গত, এদিন সকালেই নামখানা গণধর্ষণের ঘটনার ক্ষেত্রেও তদন্তভার দেওয়া হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনকে। আদালত জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুতর হওয়ায় কেবল পুলিশের তদন্তে হবে না। সে কারণেই দময়ন্তী সেনের ওপর এই তদন্তের দায়িত্ব বর্তায়।এর আগে মাটিয়া সহ চারটি ধর্ষণের তদন্তের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। উল্লেখ্য, পিংলার ঘটনায় শাসক দল তৃণমূলের এক নেতার নাম উঠে এসেছে। আদালত মনে করছে, সেক্ষেত্রে তদন্তের দায়িত্বভার যদি শুধু পুলিশের কাছে থাকে তাহলে তা নিরপেক্ষভাবে নাও হতে পারে। সে কারণে এই তদন্তে কারও পর্যবেক্ষণ দরকার বলে মনে করছে কলকাতা হাইকোর্ট।

দময়ন্তী সেনের ওপর চারটি ধর্ষণের মামলার তদন্তের ভার দেওয়া রয়েছে, তাই পিংলার তদন্তভার তাঁর ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। সে কারণে IPS পারুলকুশ জৈনকে দায়িত্ব দিল বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ