Breaking the Law: জব্দ হল না শব্দ, আইনের শাসন উড়িয়ে রাতের দখল নিল বাজি

0
39

সুমন বটব্যাল, কলকাতা: বুধবারের রাত পোহালেই কালীপুজো৷ এটা বোঝার জন্য মণ্ডপে ঢুঁ মারার প্রয়োজন নেই৷ বাইরের ঝকমারি আলো দেখারও প্রয়োজন নেই৷ প্রয়োজন নেই কানকে সজাগ রাখারও৷ বাজি আপনা হতেই নিজস্ব অস্তিত্ব জানান দিল৷ রাত যত বাড়ল ততই বেড়েছে শব্দবাজির দাপট৷

অথচ প্রকাশ্যে কোথাওই বিক্রি হয়নি শব্দবাজি৷ উপরন্তু বারাসত থেকে বেলপাহাড়ি, কিংবা মানিকতলা থেকে মালদহ- নাগাড়ে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর বেআইনি শব্দবাজি৷ গ্রেফতারও হয়েছে অনেকে৷ তবু শেষ রক্ষা হল কই! বরং, বলা ভাল, অদৃশ্য জাদুকরের জাদুকাঠিতে পুলিশের নাগালে থেকেও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেল শব্দবাজি৷

- Advertisement -

রাতভর দাপিয়ে বেড়াল কলকাতা থেকে মফঃস্বলের আকাশে৷ হাজারও নাম না জানা সেই শব্দবাজির দাপটে দূষণ যে বাড়ল, তা বলাই বাহুল্য৷ যা দেখে বিদ্বজনেদের অনেকেই বলছেন, জব্দ হল না শব্দ৷ রাতের কলকাতা কিংবা জেলা দেখিয়ে দিল, আইনের শাসন উড়িয়ে কিভাবে বাজির (পড়ুন, উৎসব) ফোয়ারা ওড়াতে হয়!

যার জেরে মুহূর্মূহু শব্দবাজির দাপটে জানলা, দরজা বন্ধ রেখেও বয়স্ক থেকে শিশুরা যেমন শয্যায় বারে বারে কেঁপে উঠলেন তেমনই কালো ধোঁয়ায় বিষাক্ত হল পরিবেশ৷ যা নিয়েই করোনা আবহে বার বার সতর্ক করেছেন পরিবেশবিদ, চিকিৎসকেরা। এমনকি আদালতের তরফ থেকেও বেঁধে দেওয়া দু’ঘণ্টায় পরিবেশ বান্ধব বাজি ফাটানোর নির্দেশ জারি করা হয়েছিল৷

বিদ্বজনেরা বলছেন, চৌকাঠে কড়া নাড়ছে করোনা৷ এমন আবহে শহর থেকে মফঃস্বল যেভাবে নিজেদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় রাখল তা নিয়ে প্রশ্ন থাকছে৷ তাঁদের মতে, মানুষের মান আর হুঁশ না ফিরলে আইন কিংবা সরকার কাউকেই দোষারোপ করে কোনও লাভ নেই৷ কারণ, এ’কদিন কলকাতা থেকে জেলা সর্বত্রই নিষিদ্ধ বাজি পাকড়াওয়ে দেখা গিয়েছে পুলিশি তৎপরতা৷ প্রচুর শব্দবাজি উদ্ধার হয়েছে৷ গ্রেফতারও হয়েছেন অনেকে৷

তারপরেও এত বাজি কোথায় ছিল? বাজি বিক্রেতাদের দাবি, ‘‘পুলিশ বলে কি যুধিষ্ঠির নাকি? খোঁজ নিয়ে দেখুন, শহরে যেমন চোরাগোপ্তা বাজি বিক্রি হয়েছে তেমনই বাজেয়াপ্ত বাজির একাংশই ঘুরপথে ফের পৌঁছেছে শহরবাসীর হাতেই!’’ পুলিশ অবশ্য অভিযোগ মানতে নারাজ৷ তাঁদের দাবি, অন্য বছরের তুলনায় বাজির দাপট কমই রয়েছে!

সত্যি কি তাই??? রাতের আকাশ কিন্তু অন্য কথা বলছে!

আরও পড়ুন: Calcutta High Court: ২ ঘণ্টার জন্য মিলবে বাজি ফাটানোর অনুমতি