বইপ্রেমীদের জন্য ‘অমূল্য’ সন্ধান, কলকাতার এই এলাকায় বই মিলবে জলের দরে

0
132

খাস ডেস্ক: বই থাকলে বই প্রেমীদের আর কিছু চাই না। সবসময়ই তাঁরা খুঁজতে থাকে কোথায় কম দামে বই পাওয়া যায়। তবে জানেন কি? কলকাতার (Kolkata) মধ্যেই এমন কয়েকটি এলাকা রয়েছে যেখানে প্রায় জলের দরে বই পাওয়া যায়। জেনে নিন।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন খাস খবর অ্যাপ: https://apps.apple.com/us/app/khas-khobor/id1611881040

গোলপার্ক: কলকাতার (Kolkata) গোলপার্কে রয়েছে ৩০ বছরেরও পুরনো বইয়ের দোকান। দূর দূর থেকে বইপ্রেমীরা এখানে আসে নানা বইয়ের খোঁজে। এখানকার বই বিক্রেতাদের মধ্যে একটি গুণ আছে। একবার দেখেই চিনতে পারেন বইপ্রেমীদের। খুব কম দামে এখানে দর্শন, সাহিত্য, পেন্টিং, কমিক্স, নোবেল- নানা ধরণের বই পাওয়া যায়।

কলকাতার (Kolkata) এক ফুটপাথে রয়েছে বইয়ের বাজার। প্রতিদিন ভিড় করে বহু মানুষ। জায়গাটা কোথায়? মেডিক্যাল কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে যে রাস্তা চলে গিয়েছে সেখানেই রয়েছে নানা ধরনের সম্ভার।

খাস খবর অনলাইন রেডিও: 

মির্জা গালিব স্ট্রীট: মির্জা গালিব স্ট্রীট থেকে নিউ মার্কেটের দিকে এগোলে বেশ কয়েকটি বইয়ের দোকান চোখে পড়ে। এখানে পুরনো বই থেকে শুরু করে ম্যাগাজিন- সবকিছুই খুব সস্তায় পাওয়া যায়। বর্তমানে এখানকার প্রায় অর্ধেক দোকানই বন্ধ হয়ে গিয়েছে। তবে বইপ্রেমী হলে একবার এই এলাকায় পুরনো বইয়ের খোঁজে আসাই যায়।

আরও পড়ুন: গৃহবধূর পর এবার নিখোঁজ দুই মাধ্যমিক পরীক্ষার্থী, পরিবারের সন্দেহ নারীপাচার চক্র

কলেজ স্ট্রীট: বইয়ের প্রসঙ্গ উঠলে কলেজ স্ট্রীটের নাম কোনওভাবেই বাদ রাখা যায় না। স্কুল-কলেজ-ইউনিভার্সিটির বই থেকে গল্প, সাহিত্য, কমিক্স, ম্যাগাজিন নানা ধরনের বইয়ের সম্ভার রয়েছে। এই এলাকা বইপাড়া নামেও সুপরিচিত। কলেজ স্ট্রীটের রাস্তায় ও গলিতে বহু ছোট ছোট দোকান রয়েছে। বইপ্রেমীরা এখানে এলে হতাশ হয়ে ফিরবে না।

করোনার জেরে বই বিক্রেতারা বড়সড় লোকসানের মুখ দেখেছে। লকডাউনের সময় বই ব্যবসা প্রায় উঠেই গিয়েছিল। বর্তমানে পরিস্থতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বইয়ের দোকানগুলো।