আলিয়ার পর এবার JU, অধ্যাপকের কলার ধরার নিদান ছাত্রনেতার, ভাইরাল অডিও

0
39

কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকি দেওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। তারই মাঝে ফের একই রকম ঘটনা নিয়ে নাম জড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়। অধ্যাপকদের কলার ধরার হুমকি দিতে শোনা গেল তৃণমূল নেতাকে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ।

আরও পড়ুনঃ আরও পাঁচ ধর্ষণকাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের বিজেপির, মঙ্গলবার শুনানির সম্ভাবনা

- Advertisement -

অডিওতে শোনা যাচ্ছে, ‘কোন শিক্ষকের কলার ধরতে হবে? ধরে নেব। এতবড় ক্ষমতা রাখে সঞ্জীব প্রামাণিক।’ তৃণমূল নেতার অডিয়ো ক্লিপটি ভাইরাল হওয়ার পরেই বিতর্ক ছড়িয়েছে। বারবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হেনস্থার ঘটনায় চিন্তিত রাজ্যের শিক্ষামহল।

আরও পড়ুনঃ ইফতার পার্টির খাবার খেয়ে অসুস্থ প্রায় ২০০, চাঞ্চল্য এলাকায়

যদিও, অডিও ক্লিপের সত্যতা স্বীকার করেছেন তৃণমূল নেতা। কী সাফাই দিলেন তিনি? ছাত্র নেতা সঞ্জীব প্রামাণিক বলেন, ‘রূপক অর্থে বলেছি।’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।

দিনকয়েক আগেই আলিয়ার উপাচার্য মহম্মদ আলিকে তাঁর অফিসের মধ্যে ঢুকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি দিয়েছিল ছাত্রনেতা গিয়াসদ্দিন ও তার দলবল। উপাচার্যকে চড় মারর কথাও শোনা গিয়েছিল ওই ছাত্রনেতার মুখে ৷ অভিযোগ উঠেছে, ওই ছাত্রনেতা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ৷ ঘটনার পরেই গিয়াসউদ্দিন ও তার কয়েকজন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলি বলেন, ‘আমি অসহায় বোধ করছিলাম। ছেলেগুলো এরকম আমাকে করছে। কেন করছে জানি না। গালাগাল করছি। বাধ্য হয়ে টেকনোসিটি থানার আইসিকে ফোন করি। তিনি বললেন দেখছি দেখছি। কিন্তু তারপর আর পুলিশ আসেনি।’