ফের মঙ্গলবার তলব, CGO কমপ্লেক্সে এলেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত

0
36

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:দুর্নীতিতে শোরগোল রাজ্য-রাজনীতি! এই মামলায় জড়িয়েছেন শাসকদলের হেভিওয়েট নেতারা। এই পরিস্থিতিতে দের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয়বার সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দফতরে এলেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত। এর আগে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ইডি দফতরে জেরার সম্মুখীন হয়েছিলেন এই অভিনেতা।

ইডি সূত্রের খবর, অভিনেতা বনি সেনগুপ্ত ২০১৭ সালে একটি গাড়ি কিনেছিলেন, যার মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা শিক্ষক দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া টিএমসি যুব নেতা কুন্তল ঘোষের টাকা। বনি দাবি করেছিলেন, তাদের মধ্যে সিনেমা তৈরির কোন এগ্রিমেন্ট হয়নি। তবে আর্টিস্টরা যেমন বিভিন্ন অনুষ্ঠান এবং প্রোগ্রামে যায় পারিশ্রমিক নিয়ে, তিনিও পারিশ্রমিক হিসেবেই ওই টাকা নিয়েছিলেন। মঙ্গলবার সকালে দ্বিতীয়বারের জন্য নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সম্মুখীন হতে সল্টলেকে ইডি দফতরে এলেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত।

- Advertisement -

আরও পড়ুন-“২০২৪ সালে পিসি-ভাইপোকে গ্যারেজ করবো”, হুংকার শুভেন্দুর

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। কোটি টাকা উদ্ধারের পাশাপাশি পুলিশের জালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সহ তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ মানিক ভট্টাচার্য ও তার ঘনিষ্ঠ তাপস মণ্ডল। শুধু তাই নয় কুন্তলকে জেরায় উঠে এসেছে গোপাল দলপতি থেকে শুরু করে কালীঘাটের কাকু সহ হৈমন্তীর মত একাধিক নাম। এই আবহে তদন্তে তৎপর ED CBI এর আধিকারিকরা। কোথায় গিয়ে শেষ হবে এই দুর্নীতি কাণ্ড? তদন্তে কি মিলবে সমাধান? নাকি আরও হেভিওয়েট নেতা-মন্ত্রীদের নাম জড়িয়ে পড়বে এই মামলায়! প্রশ্ন থেকেই যাচ্ছে!!

প্রসঙ্গত, নিয়োগ মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলের থেকে গাড়ি কিনতে আর্থিক সাহায্য নিয়েছেন বলে আগেই জানিয়েছিলেন অভিনেতা বনি। একথা নিজেই সাংবাদিকদের জানিয়েছিলেন অভিনেতা। তিনি এ-ও বলেছিলেন, ওই টাকা কুন্তলের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে কাজ করে মিটিয়ে দিয়েছিলেন তিনি।