Cheating: পুলিশের পরিচয় দিয়ে পুলিশকে বোকা বানিয়ে কলকাতায় তোলাবাজি, গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক

0
53

কলকাতা: পুলিশের পরিচয় দিয়ে পুলিশ লেখা স্টিকার লাগানো গাড়ি নিয়ে গ্রেফতার এক। ধৃতের নাম অভিষেক সিং। উত্তর প্রদেশের গোরখপুরের বাসিন্দা। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে পাকড়াও করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। পুলিশ সূত্রের দাবি, এই গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় তোলাবাজি করত অভিযুক্ত৷

কিভাবে ওই অভিযুক্তের খোঁজ পেল পুলিশ? বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ সূত্রের খবর, ২০২১ সালের অগাস্ট মাসে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে এক মহিলা মুম্বই থেকে মেইল মারফত অভিযোগ করেন যে পুলিশ লেখা একটি গাড়ি নিয়ে কলকাতার বুকে অভিষেক সিং নামে উত্তরপ্রদেশের এক যুবক তোলাবাজি করছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।

- Advertisement -

গাড়ির নম্বর দিয়ে তদন্ত শুরু করে পুলিশ রাজারহাটে একটি বাড়িতে হানা দিলে সেখানে কাউকে পাওয়া যায় না। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে সল্টলেকের এ কে ব্লকের একটি বাড়িতে হানা দেয় বিধাননগর গোয়েন্দা পুলিশ। সেখান থেকে অভিষেক সিংকে গ্রেফতার করে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

এই ঘটনার সঙ্গে কোনও প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে কিনা তদন্ত করে দেখছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। তবে এই গাড়িটি কার এবং এই গাড়ি নিয়ে অভিযুক্ত কোথায় কোথায় যেত, কি কাজ করত সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: মাস্টারমশাইকেই চায়, SIR-কে ফিরিয়ে আনতে School খোলার প্রথম দিনেই আন্দোলনে পড়ুয়ারা

আরও পড়ুন: বিরোধীদের বাধা উড়িয়ে বিধানসভায় পাশ হল BSF এর এক্তিয়ার বিরোধিতার প্রস্তাব