বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ভাইরাল ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিচ্ছে Kolkata Police

0
44

খাস খবর ডেস্ক: করোনা সংক্রমণ লাগাম ছাড়া গতিতে বেড়ে চলছে। দেশের তথা রাজ্যের কাছে সবথেকে বড় আশঙ্কার বিষয়। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৬৭ জন। সংক্রমণের সংখ্যার নিরিখে আবারও শীর্ষে কলকাতা। তিলোত্তমায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৭৬৮ জন। মাস্কই একমাত্র আমাদের সুরক্ষিত রাখতে পারে। চিকিৎসক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলেই অনুরোধ করছে মাস্ক পরার জন্য। এবার অভিনব পোস্টের মাধ্যমে মাস্ক পরার বার্তা দিল কলকাতা পুলিশ।

সম্প্রতি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ শেষ হয়েছে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করেছে নিউজিল্যান্ড। সেই টেস্ট ম্যাচ চলাকালীনই কিউয়ি বোলার কাইল জেমিসন ও বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ছবি ভাইরাল হয়। স্বাভাবিক ভাবেই এই দুইজন পাশাপাশি দাঁড়ালে একজন অত্যধিক লম্বা, তো আর একজনের উচ্চতা কম। সোশ্যাল মিডিয়ায় জেমিসন ও মুশফিকুরকে নিয়ে একাধিক মিমস বানানো হয়েছিল। এবার মিমস বানাল কলকাতা পুলিশ।

- Advertisement -

আরও পড়ুন: IND vs SA: ডিআরএস নিয়ে সম্প্রচারকদের আক্রমণ, নির্বাসনের মুখে পড়তে পারেন বিরাট সহ আরও দুই

এই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে কলকাতা পুলিশ জেমিসনকে করোনার তৃতীয় ঢেউ বলে চিহ্নিত করেছে। একই সঙ্গে মুশফিকুরকে বলা হয়েছে, মাস্ক ছাড়া যারা রাস্তায় ঘোরে। এই ছবি দিয়ে ক্যাপশনে লেখা রয়েছে, #MaskUpKolkata। প্রথম টেস্ট হারার পর নিউজিল্যান্ড প্রত্যাবর্তন করে এবং তিন দিনের মধ্যে এক ইনিংস ও ১১৭ রানে ম্যাচ জিতে নেয়। করোনার বাড়াবাড়িতেও অনেক মানুষের হুঁশ ফেরেনি। অনেকেই মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছেন। তাদের সতর্ক করতেই এই বার্তা দিয়েছে কলকাতা পুলিশ।